অপেক্ষা…নতুন ইস্যুর…

লিখেছেন লিখেছেন মনিরুল এম জেড টি ইসলাম ২৮ এপ্রিল, ২০১৩, ০৩:৪৫:২৬ দুপুর

ফেসবুকার, ব্লগার, টকশোজীবী আর রাজনীতিজীবীদের নিয়ে কিছু কথা বলতে মনস্থির করলাম।এই চরিত্র গুলো আমার কাছে বেশ মজারই লাগে।কোন একটা বিশেষ ইস্যু পাইলে এরা সবাই এইটারে নিয়ে ব্যাপক লাফালাফি করবে ব্যাপক উত্তেজজিত ভাবে দিন কাটাবে।ফেসবুকারের টাইমলাইন পরিপুর্ন থাকবে ওই বিষয়ের হরেক রকম স্ট্যাটাসে অনুরুপ ভাবে ব্লগারদেরও তাই।এদের আর্থিক ভাবে তেমন লাভবান হওয়ার সুযোগ থাকে না তবে বেশ নাম কামানোর সুযোগ থাকে।এদের এই ভার্চুয়াল জগতের লাফালাফি অনেক সময় বাস্তবেও রুপ নেয়, যখন সরকার বা বিরোধী দলের পরোক্ষ সমর্থন অনুমেয় হয়।এদের এই ভুর্চুয়াল লাফালাফিতে যখনি দলিও মনোভাব প্রবেশ করে তখনি শুরু হয় মতবিরোধের যুক্তি তর্ক।এরা কখনোই কোন গুরুত্বপুর্ন ইস্যুকে অনেক লম্বা সময় ধরে রাখতে পারে না আর যেই বিষয়ে পরিবর্তনের দাবি নিয়ে স্ট্যাটাসে বুলির ঝড় তোলে অচিরেই তার অবসান ঘটে আবার কোন একটা নতুন ইস্যুর আগমনে।সব মিলিয়ে এই ভার্চুয়াল জগতটা খুবই মজার একটা জগত, বলা যেতে পারে এই পার্থিব জগতের একটা বিকল্প।যাই হোক এদের কথা গেল এবার আসি রাজনীতিজীবী আর টকশোজীবিদের কথায় এদেরও ব্যাপক লাফালাফি থাকে একই ইস্যু নিয়ে তবে এদের লাফালাফিটা হয় মুলত মৌক্ষিক ভাষা প্রয়োগের মাধ্যমে।এতে অবশ্য এদের কিছু আর্থিক লাভের সুযোগ থাকে সেই সাথে থাকে নাম কামানোরও।রাজনীতিজীবীরা যত তাড়াতাড়ি বিশেষ ইস্যুটা বন্ধ করতে পারবে ততই লাভবান হওয়ার সুজোগ থাকবে।কিন্তু টকশোজীবীদের ব্যাপারে কিন্তু পুরাই বিপরিত, যত লম্বা ততই অর্থনৈতিক ফায়্দা।সবশেষ একটা কথা বলি সেটা হল বিশেষ কোন ইস্যু নিয়ে ফেসবুকাররা ফেসবুকাবে, ব্লগাররা ব্লগাবে, রাজনীতিজীবীরা রাজনীতি করবে আর টকশোজীবীরা টকশো করবে।ইস্যুটা যত টাটকা এদের গলাবাজি আর লেখালিখিও ততই টাটকা।ইস্যু বাসি এরাও বাসি।আবার নতুন ইস্যু আবার নতুন আহাজারী আর লাফালাফি।মনে থাকবে শুধু তাদের যারা হারিয়ে ফেলে প্রিয় স্বজনদের হারিয়ে ফেলে নিজের হাত,নিজের পা বা অল্পের জন্য বেচে যাওয়া শরিরে চিরস্থায়ী ক্ষত নিয়ে কিছু মানুষ.…

আবার আসিবে দুর‍্যোগ…

আবাড় মানুষ যাইবে মরি…

আবার করিব লেখালিখি…

আবার ঝাড়িব অজশ্র বুলি…

আবার করিব আহাজারী…

বিষয়: বিবিধ

১০৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File