রানার ফাঁসি চাই

লিখেছেন লিখেছেন আলাাপন ২৮ এপ্রিল, ২০১৩, ০৩:৩৯:৪০ দুপুর

রানার চাপেই তারা বাধ্য হয়ে গার্মেন্ট খুলেছিলেন। ওইদিন কারখানা খোলার বিষয়ে রানা বলেছিলেন, কোনভাবেই গার্মেন্ট বন্ধ রাখা যাবে না। হরতালের দিন গার্মেন্ট বন্ধ রাখলে নেগেটিভ ইমপেক্ট পড়বে। তাই গার্মেন্ট খোলা রাখতে হবে। হরতালবিরোধী মিছিলে গার্মেন্ট শ্রমিকদের অংশ নিতে হবে। ইউএনও-এর সামনেই এসব কথা বলেছিলেন রানা


ঠান্ডা মাথায় খুন করা হয়েছে এতগুলো মানুষকে। এ খুনের দায় এড়ানোর জন্য বিভিন্ন মহল ইনিয়ে বিনিয়ে মায়া কান্না কেঁদে গরু মেরে জুতো দানের ব্যবস্থা করছে। বিজিএ্মইএ কে একক দোষী বানিয়ে আসল খুনিকে আড়াল করা হচ্ছে।

মায়া কান্না চাইনা; রানার ফাঁসি চাই।

বিষয়: বিবিধ

১৬০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File