সংখ্যালঘুর জায়গা ফেরত দিন

লিখেছেন লিখেছেন আলাাপন ২৯ এপ্রিল, ২০১৩, ১২:৫৮:০০ রাত

পত্রিকার রিপোর্ট অনুযায়ী রানা রবীন্দ্রনাথ নামক এক সংখ্যালঘুর জায়গা জোর করে দখল করে নিয়েছিল এবং সাত মাস রবীন্দ্রনাথকে সাভার ছাড়া করে রেখেছিল

স্বাধীনতার পর দেশে উদ্যত কদমে রাজাকাররা হাঁটেনি, হেঁটেছে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বলে ঢোল পিটানো আওয়ামীলীগের লোকজন। একাত্তরে বেদখল হওয়া সংখ্যালঘুদের সম্পত্তিগুলো তাহলে কাদের দখলে?

রানার সাথে আপনাদের দলীয় স্বার্থ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত তাই তাকে গ্রেফতারে কতরকম নাটক করলেন। আমরা আমজনতা জানি, বিরিয়ানিতে রানার বেশী দিন রুচি থাকবেনা, অতএব সে বের হয়ে আসবে রুচি পাল্টানোর জন্য। পাবলিক সেন্টিমেন্ট স্থিতিশীল হওয়ার অপেক্ষা শুধু।

সংখ্যালঘু নিয়ে অনেক রাজনীতি করেছেন, অনেক ভণ্ডামী করেছেন, এবার সংখ্যালঘুদের জন্য একটু কাজ করুন; তাদের সম্পত্তি ফিরিয়ে দেয়ার উদ্ধোধন করুন রানাপ্লাজা দিয়েই। আশ্বস্ত হই যে শুধু অভিনয় নয়, মাঝে মাঝে আপনারা কাজও করেন।

বিষয়: বিবিধ

১০৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File