রানা প্লাজার মালিক সোহেল রানা গ্রেপ্তার। ভারতে পালিয়ে যাওয়ার সময়

লিখেছেন লিখেছেন বাংলার তেীহিদ ২৮ এপ্রিল, ২০১৩, ০৩:৫১:৩৩ দুপুর

ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোল থেকে সোহেল রানাকে আটক করেছে র‌্যাব।

এলজিইআরডি প্রতিন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে হেলিকপ্টরে করে ঢাকায় নিয়ে আসা হচ্ছে বলেও তিনি জানান।

এ ঘোষণার সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুলও হক টুকু, স্থানীয় সংসদ সদস্য মুরাদ জং।

নানক বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে রানাকে ধরতে সাঁড়াশি অভিযান চালানো হয়। বিকেল ৩টার দিকে র‌্যাবের একটি দল বেনাপোল থেকে ভারতে পালিযে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করে।’

এদিকে বেনাপোল থানার ওসি মিজানুর রহমান রানার গ্রেপ্তারের বিষয়টি তাদের জানা নেই বলে জানান। তবে বোনাপোল থানার ইমিগ্রেশন কর্মকর্তা কামরুল জানান, সোহের রানাকে ধরতে সরকার থেকে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত কেউ তার সন্ধান দিতে পারেনি।

বিষয়: বিবিধ

৮৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File