ব্লগে লেখক নিজেই সম্পাদক, নিজেই প্রকাশক।

লিখেছেন লিখেছেন কুশপুতুল ২৩ মার্চ, ২০১৩, ১১:৫৯:৫১ সকাল

ব্লগে লেখালেখির মধ্যে একটা দারুন আনন্দ আছে।

ব্লগে লেখক নিজেই সম্পাদক, নিজেই প্রকাশক।

আরও মজার ব্যাপার হলো, আমার লেখাটা কেমন হলো, ভালো না মন্দ, কার কাছে কেমন লাগল, তা সাথে সাথেই জানা যায়। পাঠকেরা মন্তব্যের ঘরে সুন্দর করে তার মনের কথাটা লিখে তা জানিয়ে দেন।

ব্লগে অনেক লেখক আছেন, সমালোচক আছেন। তাঁরা লেখার ব্যাপারে পরামর্শও দিয়ে থাকেন। তখন নিজের ভুল সংশোধন করা যায়।

ব্লগগুলোতে ঢুকলেই পাওয়া যায় লেটেস্ট খবর। পত্রিকায় যেটা পাওয়া যায় পরের দিন, সেটা ব্লগে পাওয়ায় সাথে সাথে।

এছাড়া, রাজনীতি, ধর্ম, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, দেশি-বিদেশি নানান বৈচিত্র খবরে ভরপুর থাকে ব্লগ।

ব্লগ একটা জ্ঞানের জগৎ। এ জগৎ থেকে পাঠকেরা অনেক কিছু পায় যা অন্য কোনখান থেকে সহজে পাওয়া যায় না।

তাই ব্লগকে এত ভালো লাগে। আপনার লাগে না?

বিষয়: বিবিধ

১৪৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File