সাদা-কালো
লিখেছেন লিখেছেন কুশপুতুল ০৯ মে, ২০১৫, ১০:৫২:০৯ সকাল
সকালবেলা মনটা খারাপ, আজব রকম ব্যাপার
পাপিয়া নামের বউয়ের খবর ছাপিয়েছে পেপার।
গায়ের রং কালো বলে নানান অবহেলা
বউয়ের গায়ে আগুন দিয়ে শেষ করেছে খেলা।
কালো বলে আগুন তাকে দেয়নি ঠেলে দূরে
সাদা-কালো মানে না আগুন, শরীর গেছে পুড়ে।
গায়ের রংয়ে কী আসে যায় মনটা যদি ভালো
একটা ভালো মনই ঘরে জ্বালায় সুখের আলো
কালো বলে আগুনে পোড়াবে, সয়না কোনো মতে
সব অন্যায়ের কঠিন বিচার খোদার আদালতে।
বিষয়: বিবিধ
৯৬৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সব অন্যায়ের কঠিন বিচার খোদার আদালতে। এই দুটি লাইন খুবই ভালো লাগেছে! সত্যিই তাই! অনেক ধন্যবাদ আপনাকে........।
মন্তব্য করতে লগইন করুন