ছেঁড়া কাঁথায় পড়ে আছে মায়ের মৃত দেহ!!

লিখেছেন লিখেছেন কুশপুতুল ০৭ মে, ২০১৫, ০৪:৩৯:৪৩ বিকাল

অসুস্থ মা ঘরে রেখে বিদেশ গেছে ছেলে

কাজে নাকি মন বসে না মাকে দেশে ফেলে

মায়ের জন্য ছেলে কান্দে ছেলের জন্য মায়

এমনি করে মায়ে-পুতের বছর কেটে যায়।

বউ দেখবে মায়ের হাউস পাত্রী পেয়েছে ভালো

টেলিফোনে বিয়ে করিয়ে ঘর করেছে আলো।

বউ দেখেছে বুড়ির হাউস মিটছে দিনে দিনে

অল্প দামে বউটা তার ছেলেকে নিয়েছে কিনে।

এখন ছেলের রাত কেটে যায় বউয়ের টেলিফোনে

অবহেলায় বুড়ি এখন কাঁন্দে ঘরের কোণে।

বাড়ি এসে মায়ের ঘরে ছেলেটা পা বাড়ায়

বাধা দিয়ে হাত বাড়িয়ে বউটা এসে দাঁড়ায়।

আমার মায়ের এমন দশা জানাইলি না কেহ

ছেঁড়া কাঁথায় পড়ে আছে মায়ের মৃত দেহ!!

বিষয়: বিবিধ

১৪৯৩ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

318663
০৭ মে ২০১৫ বিকাল ০৪:৪৪
দুষ্টু পোলা লিখেছেন : ারুনস দারুনস ধন্যবাদ ভালো লাগলো
০৭ মে ২০১৫ বিকাল ০৪:৫১
259856
সাদিয়া মুকিম লিখেছেন : ইহা ভালো কিভাবে লাগলো ?Broken Heart
০৭ মে ২০১৫ বিকাল ০৫:০৮
259860
দুষ্টু পোলা লিখেছেন : @ সাদিয়া মুকিম Frustrated Frustrated Worried Worried Talk to the hand Talk to the hand Rolling Eyes Rolling Eyes Don't Tell Anyone Don't Tell Anyone
১৪ মে ২০১৫ সকাল ০৬:৫২
261008
কুশপুতুল লিখেছেন : Smug
318666
০৭ মে ২০১৫ বিকাল ০৪:৫৩
সাদিয়া মুকিম লিখেছেন : দুঃখ জনক ঘটনাগুলোর সংবাদ পেলে মনটা অনেক খারাপ লাগে! আপনি কবিতার ছলে অনেক নির্মম বাস্তবতা তুলে ধরেছেন!

নারীর বহুরুপের একটই প্রকাশ পেলো আরো যে কমনীয় রুপগুলো আছে তা নিয়েও একটু লিখুন না! ভারসাম্য হবে তাহলে!

শুকরিয়া! আপনি বরাবর ভালো কবিতা লিখেন! Happy
১৪ মে ২০১৫ সকাল ০৬:৫২
261007
কুশপুতুল লিখেছেন : Smug
318669
০৭ মে ২০১৫ বিকাল ০৫:০২
ব্লগার শঙ্খচিল লিখেছেন : বাস্তব কবিতা ।
১৪ মে ২০১৫ সকাল ০৬:৫১
261006
কুশপুতুল লিখেছেন : Winking
318670
০৭ মে ২০১৫ বিকাল ০৫:২১
অনেক পথ বাকি লিখেছেন : কষ্টকর তবুও কবিতাটা ভালো লাগলো। Sad Sad Applause Applause
১৪ মে ২০১৫ সকাল ০৬:৫১
261005
কুশপুতুল লিখেছেন : Happy
318671
০৭ মে ২০১৫ বিকাল ০৫:২৯
শেখের পোলা লিখেছেন : 'ঘুঁটে পোড়ে, গোবর হাঁসে,
তারও একদিন আছে শেষে৷'
বরাবরের মতই কবিতা সুন্দর হয়েছে৷ বাস্তব সমাজের খণ্ডচিত্র সঠিক ফুটিয়ে তুলেছেন, ধন্যবাদ৷
318673
০৭ মে ২০১৫ বিকাল ০৫:৩৬
কুশপুতুল লিখেছেন : আপনাদের মন্তব্য মন দিয়ে পড়ছি
তারপর মনে মনে আরো ছড়া গড়ছি।


ধ ন্য বা দ।
318674
০৭ মে ২০১৫ বিকাল ০৫:৩৮
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন :

বউ শাশুড়ির এমন ঠেলায় পিষে মরে ছেলে
গাল ফুলিয়ে থাকে বধু, মায়ের খবর নিলে।

আম্মা বলেন, আমার খবর নিচ্ছে না আর ছলে
বউয়ে ছেলের মাথা খেল সবার কাছে বলে বলে।

বউ শাশুড়ি মা আর মেয়ের মতন যদি হতো
সংসারেতে দুঃখের বদলে সুখ যে সবাই পেতো।



০৭ মে ২০১৫ বিকাল ০৫:৫২
259880
কুশপুতুল লিখেছেন : মায়ের মতন শ্বাশুড়ি আর মেয়ের মতন বউ
এটা শুধু কথার কথা আর দেখেনি কেউ
যার যতটা দায়িত্ব ভাই সেটা হলেই হলো
নামে শুধু মানুষ কনেো কাজ্ওে হই চলো।
০৭ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫৬
259885
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : Good Luck Good Luck Good Luck Applause Applause Applause
318681
০৭ মে ২০১৫ বিকাল ০৫:৫৩
মোহাম্মদ লোকমান লিখেছেন : এদেশে অনেক সময় এমন দুঃখজনক ঘটনাও ঘটে থাকে।
তাইতো প্রচলিত আছে, কোন এক শাশুড়ি তার পুত্রবধুকে পিট চুলকিয়ে দিতে বললে পুত্রবধুর হাতের বদলে পা যাচ্ছিল স্বয়ংক্রিয় ভাবে। অনেক চেষ্টা করেও হাত দিয়ে পিট চুলকাতে নাপেরে শাশুড়িকে ঘটনা খুলে বললো পুত্রবধু। শাশুড়ি তখন আক্ষেপ করে বললো, ‘আমি আমার শাশুড়িকে পিট চুলকাতে বলাতে লাথি মেরেছিলাম, ভাগ্যভালো তুমি এখনেো আমাকে লাথি দাওনি’।
১৪ মে ২০১৫ সকাল ০৬:৫১
261004
কুশপুতুল লিখেছেন : Crying
318689
০৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এতদিন পর এমন একটা নেগেটিভ ছড়া নিয়ে!!
১৪ মে ২০১৫ সকাল ০৬:৫১
261003
কুশপুতুল লিখেছেন : এ পজেটিভ চান কেনো খালি?
১০
318845
০৮ মে ২০১৫ দুপুর ০৩:০৪
ছালসাবিল লিখেছেন : ইয়া আপপপি, এতদিন পরে আসলেন কোথা থেকে,
আপনাকে খুজে হয়রান আমরা,নুটিশ দিলাম বেগে। Time Out

শশুর বাড়ি ঘুড়তে গেছেন, একটু বললে কি হোত Time Out
আমরা সবাই অপেক্ষাতে থেকেছি যে কতো Day Dreaming
___________>
আপনার শাশুড়ি মারা গেছে At Wits' End Crying Broken Heart
১৪ মে ২০১৫ সকাল ০৬:৫০
261002
কুশপুতুল লিখেছেন : খামচি দিমু মুখে!!
১৪ মে ২০১৫ সকাল ০৮:২৯
261017
ছালসাবিল লিখেছেন : বিড়াল হয়ে খামটি দিবেন,
সমস্যা নাই তাতে।
বিড়াল আমি পছন্দ করি,
আদর করি তাকে Angel

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File