ছেঁড়া কাঁথায় পড়ে আছে মায়ের মৃত দেহ!!
লিখেছেন লিখেছেন কুশপুতুল ০৭ মে, ২০১৫, ০৪:৩৯:৪৩ বিকাল
অসুস্থ মা ঘরে রেখে বিদেশ গেছে ছেলে
কাজে নাকি মন বসে না মাকে দেশে ফেলে
মায়ের জন্য ছেলে কান্দে ছেলের জন্য মায়
এমনি করে মায়ে-পুতের বছর কেটে যায়।
বউ দেখবে মায়ের হাউস পাত্রী পেয়েছে ভালো
টেলিফোনে বিয়ে করিয়ে ঘর করেছে আলো।
বউ দেখেছে বুড়ির হাউস মিটছে দিনে দিনে
অল্প দামে বউটা তার ছেলেকে নিয়েছে কিনে।
এখন ছেলের রাত কেটে যায় বউয়ের টেলিফোনে
অবহেলায় বুড়ি এখন কাঁন্দে ঘরের কোণে।
বাড়ি এসে মায়ের ঘরে ছেলেটা পা বাড়ায়
বাধা দিয়ে হাত বাড়িয়ে বউটা এসে দাঁড়ায়।
আমার মায়ের এমন দশা জানাইলি না কেহ
ছেঁড়া কাঁথায় পড়ে আছে মায়ের মৃত দেহ!!
বিষয়: বিবিধ
১৫৪৩ বার পঠিত, ২২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
নারীর বহুরুপের একটই প্রকাশ পেলো আরো যে কমনীয় রুপগুলো আছে তা নিয়েও একটু লিখুন না! ভারসাম্য হবে তাহলে!
শুকরিয়া! আপনি বরাবর ভালো কবিতা লিখেন!
তারও একদিন আছে শেষে৷'
বরাবরের মতই কবিতা সুন্দর হয়েছে৷ বাস্তব সমাজের খণ্ডচিত্র সঠিক ফুটিয়ে তুলেছেন, ধন্যবাদ৷
তারপর মনে মনে আরো ছড়া গড়ছি।
ধ ন্য বা দ।
বউ শাশুড়ির এমন ঠেলায় পিষে মরে ছেলে
গাল ফুলিয়ে থাকে বধু, মায়ের খবর নিলে।
আম্মা বলেন, আমার খবর নিচ্ছে না আর ছলে
বউয়ে ছেলের মাথা খেল সবার কাছে বলে বলে।
বউ শাশুড়ি মা আর মেয়ের মতন যদি হতো
সংসারেতে দুঃখের বদলে সুখ যে সবাই পেতো।
এটা শুধু কথার কথা আর দেখেনি কেউ
যার যতটা দায়িত্ব ভাই সেটা হলেই হলো
নামে শুধু মানুষ কনেো কাজ্ওে হই চলো।
তাইতো প্রচলিত আছে, কোন এক শাশুড়ি তার পুত্রবধুকে পিট চুলকিয়ে দিতে বললে পুত্রবধুর হাতের বদলে পা যাচ্ছিল স্বয়ংক্রিয় ভাবে। অনেক চেষ্টা করেও হাত দিয়ে পিট চুলকাতে নাপেরে শাশুড়িকে ঘটনা খুলে বললো পুত্রবধু। শাশুড়ি তখন আক্ষেপ করে বললো, ‘আমি আমার শাশুড়িকে পিট চুলকাতে বলাতে লাথি মেরেছিলাম, ভাগ্যভালো তুমি এখনেো আমাকে লাথি দাওনি’।
আপনাকে খুজে হয়রান আমরা,নুটিশ দিলাম বেগে।
শশুর বাড়ি ঘুড়তে গেছেন, একটু বললে কি হোত
আমরা সবাই অপেক্ষাতে থেকেছি যে কতো
___________>
আপনার শাশুড়ি মারা গেছে
সমস্যা নাই তাতে।
বিড়াল আমি পছন্দ করি,
আদর করি তাকে
মন্তব্য করতে লগইন করুন