ভালো থাকুক দেশ
লিখেছেন লিখেছেন কুশপুতুল ০১ জানুয়ারি, ২০১৫, ০৫:২৬:২৯ বিকাল
নতুন বছরে হাসি মুখে
দিন করেছি শুরু
ভালয় ভালয় যাচ্ছে কেটে
প্রথম দিনটা পুরো।
সবার সাথে বলছি কথা
মুখে লয়ে হাসি
আদর নিতে বসেছিলাম
দাদীর পাশাপাশি।
তিতা দিয়ে খাবার শুরু
মিষ্টি দিয়ে শেষ
দোয়া করেছি দাদীর সাথে
ভালো থাকুক দেশ।
বিষয়: বিবিধ
৯১০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একা একা খাইলে মজা লাগে বেশ।
একটু নয় অনেকখানি পথ
পৌঁছবে তুমি কবে?
যখন সাইকেল তোমার রথ!
কবিতার কবিতায় মন্তব্য করলে উত্তর পাওয়া যায়না কারণ কি? এভাবে চলতে থাকলে কবির বিরুদ্ধে মিছিল বের হবে।
ধন্যবাদ। ভাল লাগ। ব্যস্ততার কারণে আসা হয়না।
কোথায় অত সময় বলেন পাই
তারপরেও চেষ্টা করি
সময় যদি পাই।
ধন্যবাদ ও শুভেচ্ছা নিন।
মন্তব্য করতে লগইন করুন