এমন যদি হয়...
লিখেছেন লিখেছেন কুশপুতুল ২৪ ডিসেম্বর, ২০১৪, ০২:৪৪:২৪ দুপুর
ধনীরা সব গরিব আর
গরিব হয়েছে ধনী
তাহলে কি ওদের সাথে
হবে বনাবনি?
ধনীর নজর উপরে থাকে
গরিব নিচের দিকে
চাওয়া পাওয়ার দ্বন্দ্ব তখন
বাড়বে চারিদিকে।
বলবে গরিব যা পেয়েছি
তাতেই জীবন সারা
পাইনি কিছু এই অভিমান
ধনীরা দিশেহারা।
এমনি করে ভাবনাগুলো
করে আসা যাওয়া
একটু পরে যায় মিলিয়ে
সবই হাওয়া হাওয়া।
বিষয়: বিবিধ
১০১৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বুঝেছেন এবার?
মন্তব্য করতে লগইন করুন