সুখটা নাকি মনের ভুলে, খেয়ে ফেলেছে দেহ!!!

লিখেছেন লিখেছেন কুশপুতুল ২৩ ডিসেম্বর, ২০১৪, ১১:৪১:৩৮ রাত

সুখ তোমাকে বিকিয়ে দিলেম, একটু সুখের আশায়

সুখ তোমাকে চেয়েছিলেম, সরল মুখের ভাষায়।

সুখ চেয়েছি তোমার কাছে, সুখ দিয়েছে ফাঁকি

সুখপাখিটা দুঃখ দিয়ে, করছে ডাকাডাকি।

সুখের আশায় শহরজুড়ে, ঘুরছি পাগল বেশে

সুখপাখিটা ফাঁকি দিয়ে, থাকবে কেনো দেশে?

সুখটা এখন উড়ছে হাওয়ায়, দেয় না ধরে কেহ

সুখপাখিটা মনের ভুলে, খেয়ে ফেলেছে দেহ!

বিষয়: বিবিধ

১১৩২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

296769
২৪ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৫৬
বাজলবী লিখেছেন : সুখ অাহারে কবে অাসবে অাবার। ধন্যবাদ। Rose
২৪ ডিসেম্বর ২০১৪ সকাল ০৭:৩৯
240324
কুশপুতুল লিখেছেন : Happy
296799
২৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:১৮
udash kobi লিখেছেন : পিলাচ পিলাচ
Rose Rose Rose Rose Rose
২৪ ডিসেম্বর ২০১৪ সকাল ০৭:৩৯
240325
কুশপুতুল লিখেছেন : Good Luck
296810
২৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:৩৭
২৪ ডিসেম্বর ২০১৪ সকাল ০৭:৩৯
240326
কুশপুতুল লিখেছেন : ~:> Good Luck
296880
২৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:২৮
প্রবাসী মজুমদার লিখেছেন : কবিতার ভাষায় দারুণ অভিব্যক্তি। তাই কবিতার ভাষায় অনুভুতি রেখে গেলাম।

নেই সেদিন আর, প্রেম হাহাকার
থাকত প্রেমিক অপেক্ষায়,
চোখ লাজে সে মুখ লুকাতো
না জানি কেউ দেখে গায়।
মনের ভাষা ইশারাতে
বলতোনা গো চোখ লাজে,
মিছে চুলে ঢং দেখাতো
পড়তো জামা নব-সাজে।
ডর ভয়ে সে বলতোনা গো
দারুণ প্রেমের শিহরণ,
মুখ ফাটেত বুক ফাটেনা
মিছে জ্বলত অবুঝ মন।
নেই অাজি সে পুরোনো যুুগ
যুগের হাওয়ায় সবই শেষ,
ডিজিটাল প্রেম সব দিয়েছে
নেই খাটি সে প্রেমের লেশ।

যেথায় সেথায় মিছাভিনয়
নেই কোন কাজ, নেইকো লাজ
নিত্য প্রেমে ভাঙ্গা গড়ায়
নাট্যাভিনয়ে নতুন সাজ।

মন আছে আজ, নেই কোন মান
নেই আগের সে প্রেমের সুর,
মিছে প্রেমের মাখামাখি
আসল প্রেম আজ বহুদুর।
296890
২৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫০
কুশপুতুল লিখেছেন : ছন্দে ছন্দে ঠিক বলেছেন, প্রবাসী মজুমদার
ধন্যবাদ নিন।
296902
২৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পয়সা ছাড়া সুখ নাই!!
২৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:২৯
240479
কুশপুতুল লিখেছেন : এখন আবার কীসের পয়সা?
বলেন টাকা।
বুঝেছেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File