সুখটা নাকি মনের ভুলে, খেয়ে ফেলেছে দেহ!!!
লিখেছেন লিখেছেন কুশপুতুল ২৩ ডিসেম্বর, ২০১৪, ১১:৪১:৩৮ রাত
সুখ তোমাকে বিকিয়ে দিলেম, একটু সুখের আশায়
সুখ তোমাকে চেয়েছিলেম, সরল মুখের ভাষায়।
সুখ চেয়েছি তোমার কাছে, সুখ দিয়েছে ফাঁকি
সুখপাখিটা দুঃখ দিয়ে, করছে ডাকাডাকি।
সুখের আশায় শহরজুড়ে, ঘুরছি পাগল বেশে
সুখপাখিটা ফাঁকি দিয়ে, থাকবে কেনো দেশে?
সুখটা এখন উড়ছে হাওয়ায়, দেয় না ধরে কেহ
সুখপাখিটা মনের ভুলে, খেয়ে ফেলেছে দেহ!
বিষয়: বিবিধ
১১৩২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নেই সেদিন আর, প্রেম হাহাকার
থাকত প্রেমিক অপেক্ষায়,
চোখ লাজে সে মুখ লুকাতো
না জানি কেউ দেখে গায়।
মনের ভাষা ইশারাতে
বলতোনা গো চোখ লাজে,
মিছে চুলে ঢং দেখাতো
পড়তো জামা নব-সাজে।
ডর ভয়ে সে বলতোনা গো
দারুণ প্রেমের শিহরণ,
মুখ ফাটেত বুক ফাটেনা
মিছে জ্বলত অবুঝ মন।
নেই অাজি সে পুরোনো যুুগ
যুগের হাওয়ায় সবই শেষ,
ডিজিটাল প্রেম সব দিয়েছে
নেই খাটি সে প্রেমের লেশ।
যেথায় সেথায় মিছাভিনয়
নেই কোন কাজ, নেইকো লাজ
নিত্য প্রেমে ভাঙ্গা গড়ায়
নাট্যাভিনয়ে নতুন সাজ।
মন আছে আজ, নেই কোন মান
নেই আগের সে প্রেমের সুর,
মিছে প্রেমের মাখামাখি
আসল প্রেম আজ বহুদুর।
ধন্যবাদ নিন।
বলেন টাকা।
বুঝেছেন?
মন্তব্য করতে লগইন করুন