হ্যাপি হ্যাপি আনহ্যাপি!!!
লিখেছেন লিখেছেন কুশপুতুল ১৪ ডিসেম্বর, ২০১৪, ১২:১৭:৪৪ দুপুর
বাবা মায়ে আদর করে
নাম রেখেছে 'হ্যাপি'
থাকবে মেয়ে সুখে অনেক
সারা জীবন ব্যাপী।
কিন্তু হ্যাপি সুখ খুঁজেছে
ভ্রান্ত-বিলাস পথে
ডানা মেলে উড়েছিল
দুঃস্বপ্নের এক রথে।
স্বপ্নগুলো কাঁচের মতো
ভেঙ্গে খানখান
ভুল পথে যাওয়া-আসার
নিঠুর প্রতিদান।
চোখের সামনে হ্যাপির এখন
স্বপ্নগুলো ফিকে
উড়ে বেড়ায় ডানা মেলে
দেশের চারিদিকে।
বিষয়: বিবিধ
১০১০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ জন্যই পথ আর ফুরায় না, বুঝছেন এবার?
তবুও মানুষ পথ হারায় শুধু লোভের বশে
তবুও মানুষ অবুঝ।
হায়রে সবুজ!
সুখ গুলো সব উরে গেলো
ঝিঙ্গে গাছের ডালে,
তার পরে আর পারিনা
নিজ কর্মের ফলে।
ধন্যবাদ নিন।
তার পরে আর পারি না
মন্তব্য করতে লগইন করুন