বাজি...
লিখেছেন লিখেছেন কুশপুতুল ১১ ডিসেম্বর, ২০১৪, ০২:১০:৫৩ দুপুর
তুমি যদি এই সকালে, এই পুকুরে নামতে পারো
এই যে দেখো মিষ্টিগুলান, সঙ্গে টাকা পাবে আরো
ডানে তাকায় বাঁয়ে তাকায়, চোখ পাকিয়ে হঠাৎ চুপ
হায় হায় হায় কাণ্ড একি, দুষ্টু ছেলে দিলই ডুব!!
ছিল যারা পুকুর পাড়ে, দিল সবাই জোরসে তালি
দুষ্টু ছেলে পাড়ে ওঠে, করছে বেদম গালাগালি
কী হয়েছে কী হয়েছে, পাবে তুমি মিষ্টি টাকা
কাঁপন দিয়ে বলল ছেলে, কানে পানি, আমায় ঝাকা।
বিষয়: বিবিধ
১০৩৫ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক অনেক ভালো লাগলো । ধন্যবাদ এবং লাল গোলাপ
হিঃ হিঃ
তার পরের লাইন পারলে মিলান, না পারলে নাই।
ভাবতেই দেখি রুশো দিলো আঙগুল আমার দু'চোখে।
ছেড়ে দে মা কেঁদে বাঁচি-কুশপুতুলের কান্না।
বলে কী? "যা বলেছেন ঠিকই ছিলো,
বলছি সরি! যান না"।
ভাবছো তুমি বাঁচবে ফের!
ভয়ে তুমি আছাড় খাবে,
ধরে দুষ্টুমি করবো বের।) ) )
হি..হি...হো...হো.. পানি ভেজা শীত ঠান্ডা....
ভয় পেলে কি কোরবে গা মুছবে কি কোরে ঠান্ডায়তো হাঁতপাঁ কাঁপবে তাছাড়া সাতার কাটবে কি কোরে
এবার কানে পানি গেলে অন্যরা কিভাবে ঝাঁকায় - সেই কবিতা বলুন তো, শুনি। আপনি সত্যিই অন্নেক গুনী, মাশাআল্লাহ।
ঠোলা ঠোলা!!!
মন্তব্য করতে লগইন করুন