আসল-নকল!!
লিখেছেন লিখেছেন কুশপুতুল ০৯ ডিসেম্বর, ২০১৪, ০২:৩২:৩৬ দুপুর
ডাক্তারঃ এই টেস্টগুলা দিলাম। রিপোর্ট নিয়ে ৭ দিন পর আসেন। ভিজিটটা দেন।
রোগীঃ কোন ওষুধ যে দিলেন না, আমার তো খুব কষ্ট হচ্ছে স্যার।
ডাক্তারঃ রিপোর্ট না দেখে, রোগ না চিনে কোন ওষুধ দেয়া যাবে না।
রোগীঃ স্যার একটা কথা বলি?
ডাক্তারঃ আহ্হা, সময় খুব কম। রোগী বসে আছে। কী বলবেন, তাড়াতাড়ি বলেন।
রোগীঃ স্যার, আপনি যে কইলেন, রোগ না চিনে কোন ওষুধ দেয়া যাবে না। এখন আমি ডাক্তার না চিনে ভিজিট দেই কেমনে? স্যার, আপনি আসল ডাক্তার, না ভুয়া ডাক্তার?
ডাক্তারঃ মানে? আপনার কি সন্দে আছে?
রোগীঃ জ্বী। দেশে নাকি হাজার হাজার ভুয়া ডাক্তার আছে!
ডাক্তারঃ কী বললেন? আসল নকলের কী বুজেন আপনি?
রোগীঃ আপনি যতগুলা ডিগ্রির কথা এই সাইনবোর্ডে আর এই কাগজে লিখেছেন সবগুলার অরিজিনাল সার্টিফিকেট টেবিলের উপর রাখেন। যাচাই করুম।
ডাক্তারঃ রোগী হয়ে ডাক্তারের সাথে নাটক করতে এসেছেন আপনি?
রোগীঃ না, না, আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি যেই টেস্টগুলান দিলেন, আমি তো এইগুলা টাকা দিয়ে করামু। আর আপনার সার্টিফিকেটগুলা আমি বিনা টাকায় টেস্ট করুম। এখানে নাটকের কী দেখলেন স্যার।
ডাক্তারঃ উফ্, রিং করল কে আবার? জটিল রোগীর ফোন! আমি আসছি, আপনারা বসেন।
বিষয়: বিবিধ
১০৯৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এরা ডিসপেন্সারিতে গিয়ে ফার্মেসীওয়ালার কাছ থেকে ঐষধ কিনে খায় ব্লাইন্ডলি । কোন কাজ না হলে পরে যখন ডাক্তারের কাছে আসে ততক্ষনে রোগ অনেক দূর ছড়িয়ে গেছে । যার ফলে রোগটাকে সঠিকভাবে নির্ণয় করতে এবং ব্যাপারটা যাতে আরও জটিল পর্যায়ে না যায় সেজন্য ডাক্তাররা কখনও কখনও ঔষধ না দিয়ে বিভিন্ন টেস্টের উপর জোর দেন।
আমরা তো আবার সবজান্তা বাংলাদেশী! জন্ম থেকে সবাই ডাক্তার ! একজন সাংবাদিকও জানে যে ডাক্তার ভুল চিকিতসা দিয়েছে না সঠিক চিকিতসা দিয়েছে ।
পুরাই মুন্না ভাই বনাম ডঃ আস্থানা স্টাইল।
ডাক্তার আসল ডাক্তার কিনা সেটাই টেষ্ট করা দরকার আগে এখন!!!
একবার গেলে ই হোলো তার পরে যাওয়া আর আসা একদম ফ্রি
মন্তব্য করতে লগইন করুন