হিঃ হিঃ
লিখেছেন লিখেছেন কুশপুতুল ০৮ ডিসেম্বর, ২০১৪, ০২:০১:১১ দুপুর
হিঃ হিঃ
হাসতে গেলে ঠোঁট ফেটে যায়
বাঙ্গি ফাটা ঠোঁট
কোথায় পাবো সোনু কিরিম
দামের বেজায় চোট।
কোনটা আসল কোনটা নকল
কোনটা বলেন দেশী
চিন্তা করে মাটির প্রলেপ
দিলাম শেষাশেষি।
বিষয়: বিবিধ
১৫০৩ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দিলাম শেষাশেষি।
ঠোঁট ফেঁটেছে বেশ হয়েছে,
ফাঁটবে না বলেন কেন?
শীত আসেছে জানার পরেও,
প্রিকোশন নিলেন না কেন।
আপপু, আগের কবিতাটি কই
ঠোঁট চিমাইয়া রই
............
....
উত্তরটা কবিতার ভাষায় দেব ভাবছিলাম। কিন্তু অফিসের কাজে বের হয়ে গেলাম। আর হলনা।
কবিতা প্রাণের ভাষা
কবিতার মাঝে লুকিয়ে থাকে
বেঁচে থাকার আশা।
কথা বলুম ক্যামনে?
হেহ?
স্বদেশী পন্য , কিনে হউন ধন্য
দুটৈ বেচারী কুশপুতুলের জন্য
দামটাও বেশী নয় হাতের নাগালে
ঠোঁট ফাঁটা চলে যাবে ঠিক মত লাগালে
বিষয়টা ঝামেলার ভুক্তভোগীই জানে
বিয়ের এই মৌসুমে তা ঝামেলা ডেকে আনে
মেরিলের এ্যাড
আপনি বোধয়
বেচাকেনার হেড
আসল কি না নকল আগে বলেন
টেস্ট করামু, সঙ্গে আমার চলেন।
যায় না লেখা ছড়া
পাশ না দিলে নাই...
এই রকম অনেক এড আছে, যেকোন একটা ফলো করতে পারেন! কাজ হলেও হতে পারে.... ]
কথা্ও সাদা কালা
কারো কথায় কান দিমুনা
কালে দিলাম তালা।
ভূ ত আছে সবার ঘরে ঘরে।
ধন্যবাদ।
স্বদেশী পণ্যের গুণে অকাল।
ফাটা ঠোটের রক্তিম হাসি
চেপেতো থাকেনা শীতের কাশি।
যাই হোক একটা কিছু দিয়ে পাড় পান
চাইলে মাখিয়ে দেখেন স্বদেশী সাবান।
তারপর মাখিয়ে নিন কোন ময়েশচারাইজার
ঠিক হবে আশা করি ঠোটের আকার।
দিয়ে যান তারপর যত হাসি কাশি
তাল মিলাবে ঠোট মন রাশি রাশি.................
পেতাম যদি তাকে হাতের কাছে
নাকের ডগায় রেখেই তারে গন্ধ নিতাম টেনে
হাতে ধরি আপু তুমি দাও না সাবান এনে!
দেখা যাক আপনার জন্য কি করতে পারি।
একটা সাবান নাহয় দিলাম কিনে
তাই দিয়ে বাধা যদি পড়েন বাধনে।
বাধা পড়ে গেলাম
পুষ্টগন্ধা সাবানের
গন্ধটুকু পেলাম।
মন্তব্য করতে লগইন করুন