আবোল-তাবোল-
লিখেছেন লিখেছেন কুশপুতুল ০৪ ডিসেম্বর, ২০১৪, ০১:৪৮:০১ দুপুর
বসে আছেন দোকান খুলে, মাই নেম ইজ খান
যাকে দেখে তাকেই বলে, বইটা নিয়ে যান।
আরে বাবা বই নেব কি, বিষন্নতা'র মুখ
পথে-ঘাটে চলতে ফিরতে, পাইনা কোন সুখ।
ওমনি আকাশ কালো করে, এলো কালোমেঘ
ধুলিবালি উড়ছে বেদম, বাড়ছে গতিবেগ।
ঘাড়তেড়া এক লোক এসেছে, সঙ্গে ট্যারা বউ
গোপন বিয়ের খবরখানা, আর জানে না কেউ।
শাহেন শাহ রাজার মতো. এলেন হেলে দুলে
ভোরের পাখি'র গান শুনে তার, মন গিয়েছে খুলে।
ক্ষণিকের যাত্রী এলো গেলো, সঙ্গে পরবাসী
জেরিন সরকার দেখেই তাদের, দিল অট্টহাসি।
হাসি শুনে ছুটে আসে, চিরঞ্জীব-ফখরুল
তুমি আমার নীলকণ্ঠী, সোনামণি ফুল।
ব্যস্ত থাকি লেখাপড়ায়, এবেলা ওবেলা
এরই মাঝে, ছন্দ এসে করে আজব খেলা।
ডোন্টমাইন্ডজাস্টফান
বিষয়: বিবিধ
১১২৯ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই নাম তাড়াতাড়ি বদলান।
আপনার চালাকী সব বুঝি। আমি এত বোকা না।
ভাল্লাগ্লো
পুতুল...
পিঠা-পুলির জেফত কৈ?!
আয়রে কোলে আয়
্ওই দখো যায় চাঁদরে বুড়ি
ভাত যে কাকে খায়।
আমারে কিছু কয় নাই!!!
ঠিক আছে।
ছন্দ সুরে কথা কয়...
ভাল লেগেছে কবি। ^^
ধন্যবাদ কপি
আপনার উপস্তিত বুদ্ধি ভরা কবিতায় আমিও যে আছি - জেনে ভাল লাগল-- এভাবেই ব্লগ টাকে জীবন্ত করে রাখবেন-- এই আশা রাখছি--
ঝুলে আছে এখন্ও গলায়?
আপনি কি অরিজিনাল চেয়ারম্যান? না খালি নামে চেয়ারম্যান?
নাকি ভুয়া চেয়ারম্যান?
মন্তব্য করতে লগইন করুন