আবোল আর তাবোল
লিখেছেন লিখেছেন কুশপুতুল ০৩ ডিসেম্বর, ২০১৪, ০৯:১৬:৪৪ রাত
হঠাৎ করে উঠলো ক্ষেপে
পারুল, হতভাগা
যাকে পামু তাকেই পিটুম
সামনে খালি আগা!
কী হয়েছে ব্যাপারটা কী
বলল নিরাময়
সালসাবীলের সালসা খেয়ে
কাটলো কিছু ভয়।
যাচ্ছে হেঁটে বুড়ামিয়া
বলছে তাকে, থামুন
কাঁপন দেখে সামনে দাঁড়ায়
সাহস করে মামুন।
লাঠি হাতে হতভাগা
বলছে সবই ফাঁকি
খবর নেই বিয়েশাদীর
অনেক পথ বাকি!
ভিশু গিয়ে পাত্রী আনে
মাথা একটু আউল
পাত্রী দেখে উঠল ক্ষেপে
জুলিয়া এবং পাউল।
কারো তেমন হয়না পছন
পাত্রী নাকি অবুঝ
বলল হেসে বিয়ে করুম
রিদওয়ান কবির সবুজ।
কী সব ভাবি আবোল-তাবোল
পড়ছে ভূতের দৃষ্টি
ভাগ্য ভালো গরম মাথায়
পড়লো হঠাৎ বৃষ্টি।
**ডোন্টমাইণ্ডইটসফান।
বিষয়: বিবিধ
১০৮৫ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এসব নিয়ে করছে যখন সবাই হাঁটাহাঁটি
এরই মাঝে দিলাম ছেড়ে, শীতের গরম পিঠা
ঝালের পরে ভালই লাগে, একটুখানি মিঠা।
পাত্রী খুঁজে মরে,
কষ্ট করে বেশ কজনার
পাত্রী দিলেন ধরে৷
পাত্রী দিব এনে
এই দেখেন না পাত্রী এখন
বইছে ঘোমটা টেনে।
দেখেছি তা খেয়ে,
এখন যারা চাইছে খেতে
দেখব তাদের চেয়ে৷
দিয়েছে কেমন ছবি
মবফাইটিং এ ঘুরে ঘুরে
ফটো তোলার হবি!
আহারে সবুজ সাথী
পরের লাইন আর পারি না...
কেমন মিলসে না!!!
মাইনষের কনে আনতে আন্তেই আমার দিন চলে যাচ্ছে...
কদিন আগে বিয়ে করে, পালায় চেয়ারম্যান!
এমনি করে বিয়ের পরে, পালায় কেনো তারা?
বিয়ের পরে পালিয়ে যাওয়ার, চলছে এমন ধারা।
মাইনষের কনে আনতে আন্তেই আমার দিন চলে যাচ্ছে...
ধন্যবাদ।
ষাটের কাছাকাছি
একটুও ভাই মিছা না
হাছার কাছাকাছি।
বুঝেছেন এবার?
কনকনে এই শিতের মাঝে পানি অনেক ঠান্ডা,
তার পরেও চলবে গোসল নাহলে হবে ডান্ডা।
শীত মানে বিয়ের ধুম সারা দেশেতে,
ব্লগারদের ঘুম নেই সেই চিন্তাতে
আপু, পাত্রি পেলে সংবাদ দিতে ভুলবেন না কিন্তু
স্যারে শুনলে ...ব্যান।
মন্তব্য করতে লগইন করুন