কাদার তলে শিং!
লিখেছেন লিখেছেন কুশপুতুল ০২ ডিসেম্বর, ২০১৪, ১১:১৩:৫৬ সকাল
ব্যাপারটা খুব মজার...
কাদার তলে হাত বাড়িয়ে
ধরছো বোয়াল গজার।
এই খুশিতে কাদার ভেতর
করছো তা ধিন ধিন
চিক্কুর মেরে লাফাও কেনো?
কাদার তলে শিং!
আঙুল ফুলে কলাগাছ
প্রবাদ হলো সত্য
ঘটছে নাকি এই ঘটনা
সকাল বিকাল নিত্য!
বিষয়: বিবিধ
১১৮২ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার কোনো অসুবিধা আছে?
থাকলে কইন।
যদি আমারে খোচান!!!
আহারে সবুজ-সাথী
গায়ে পড়ে ঝগড়া বাধাও
হুদাই মাতামাতি।
বিয়ে করা দূরের কথা, ন যাইয়ো তার কাছে।
দূরে থেকেই বলো তুমি, তোমার হৃদয় জুড়ে আমি
ওগো ছানা কথা শোনো, এই যে তোমার স্বামী!!
সাইকেল চড়ে শ্বশুরবাড়ি যাচ্ছে আহা সাধু!!
মাফ চাই এই কান ধরি
মন্তব্য করতে লগইন করুন