দেখি আবার পালাস কেমন করে
লিখেছেন লিখেছেন কুশপুতুল ২৭ নভেম্বর, ২০১৪, ০৪:৫৬:১৯ বিকাল
যতই তোকে গোপন করে রাখি
কেনো যে তুই প্রকাশ হয়ে যাস,
তোর কারণে বলছে মানুষ রেগে
আমরা নাকি কাটি ঘোড়ার ঘাস।
হঠাৎ করেই পাখা গজায় তোর
ওড়ে গিয়ে পড়িস লোকের হাতে
তোকে নিয়ে ঝড় বয়ে যায় দেশে
চক্ষুজুড়ে ঘুম আসে না রাতে।
তোকে এবার বাঁধবো শেকল কষে
দেখি আবার পালাস কেমন করে
পাখায় পাখায় থাকবে লোহার বেড়ি
সুনামটুকুন রাখতে হবে ধরে!!
বিষয়: বিবিধ
১৪১৭ বার পঠিত, ৮৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
.......
ভেবেছিলি তুই তো চালাক বড়
আমরা করি বোকার স্বর্গে বাস,
ফন্দি করে আটকে দিলাম তোকে,
পারলে এবার করো গোমর ফাঁস।
শুভেচ্ছা।
ওড়ে গিয়ে পড়িস লোকের হাতে
তোকে নিয়ে ঝড় বয়ে যায় দেশে
চক্ষুজুড়ে ঘুম আসে না রাতে।
এই লাইনগুলো যদি লথিফার জন্য উৎসর্গ কোরলাম।
বুঝাইয়া বলনে।
তোকে নিয়ে ঝড় বয়ে যায় দেশে
চক্ষুজুড়ে ঘুম আসে না রাতে।
এই লাইন দুটি লতিফ পাগলের জন্য আমি উৎসর্গ কোরলাম সেটা লিখতে গিয়ে টাইপ মিসটেক-সরি আপু।
যারা বুঝে তারা সুন্দর সুন্দর মন্তব্য করবে।
ধন্যবাদ
আর হাঁ স্টিকি পোস্টে অভিনন্দন।
বয়েস আমার ষাটের কাছাকাছি!
বিশ্বাস করুন একটুও নয় মিছে
সব কথাই হাচার পাশাপাশি!
নিলা নাকি মিয়া পাট?
করছো তুমি ভুল
বয়স তোমার বাও কি তেও
একথা কেনো ভুলে যাও ?
কবিতা ভালো লাগল।
হিংসে কেনো ভাই?
...
তার পরের লাইন আপনি লিখেন।
সেই জন্য বোধহয় চোর পালানো দরকার!কি দরকার শিকল দেয়ার!!!
হিঃ হিঃ
স্টিকি পোস্টে অভিনন্দন!
আপনাকে ধন্যবাদ। ঝাঝাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আপনাকে জান্নাত বাসী করুক, আমীন।
আপনি বলেছেন 'ভালো হয়েছে'। একই বিষয় একেক জনের কাছে একেক রকমের লাগে। আপনি আমার জন্য দোয়া করেছেন। আমি অনেক খুশি। আপনাকে ধন্যবাদ।
একই বিষয় একেক জনের কাছে একেক রকম লাগবারই কথা। তবে ঐ যে বললাম, তোষামোদী টা সেটা মনে রাখবেন। আপনার ছন্দ মিলানোর যোগ্যতা আছে, সেটা আমি জানি। কারন আগে ও আপনার অনেক কবিতা ব্লগে দেখার সুযোগ হয়েছিল।
তবে কথা হলো, রাগ করবেন না।
রাগ করলেন তো হেরে গেলেন। ~:> (~~)
একজন জিন্দা কবির কাধে মিছে মৃত্যুর ব্যানার লাগিয়ে তার জন্য জান্নাতবাসী করার দোয়া এ প্রথম দেখলাম।
ছোট লেখক আমি
আমায় চিনে কয়জনে?
আপনি অনেক দামী।
.......
ভেবেছিলি তুই তো চালাক বড়
আমরা করি বোকার স্বর্গে বাস,
ফন্দি করে আটকে দিলাম তোকে,
পারলে এবার করো গোমর ফাঁস।
আগডুম বাগডুম
খাবো আন্ডা খাবো ডিম।
খাবো চা খাবো টিম।
ডুগডুগ ডুগডুগ
ইকিবুকি টুকটুক।
আমিও কবিতা লিখলাম একটা।
কেমুন হয়েছে জানাবেন কিন্তু।
আনতালা বানতালা তিনতালা আ্ওণ
কোন্দা কোষা নৌকা বা্ওন
শ্বশুরবাড়ি গিয়ে মজার মজার খা্ওন।
আমি কোন যুগে আর আপনি কোন যুগে?
আপনি 'ইঁচড়ে পাকা!'
অল্পতেই বেশি বোঝেন
কথায় ঘোরান চাকা।
"ভালো লাগছে" বলেই যখন
করলেন কথা শেষ
ভাবনা কিরে চলবে ভালো
আমার প্রিয় দেশ।
কাম দেখে চিৎপটাং
কথার কত বাহার দেখ
দেখ না তার ঢং
আমি না আপনি, কে
ঘোরায় কথার চাকা
কথা আপনার বড়ই জটিল
দিয়ে দিলেন খোঁচা
আমি ভাই কবি নই,
চেষ্টা করলাম প্রথম
ভুল হলে শুধরে দিবেন
করবেন নাকো জখম।
লেবুর রসের শরবত খান, ডিম এক হালি।
তারপরে্ও জ্বর সারে না? মারেন আঁদার রস
সেল্যুট মেরে বলবে জ্বর, গেলাম এবার বস!
আপনার শান্তি কামনা করি।
চিন্তা করে পাঠকেরও বুঝে নিতে হয়
লেখা পড়ে পাঠক যদি ভাবনাতে না পড়ে
পাঠক তখন পড়বে লেখা হরে এবং দরে।
বুঝেছেন এবার??
মন্তব্য করতে লগইন করুন