কথার কথা!
লিখেছেন লিখেছেন কুশপুতুল ২১ নভেম্বর, ২০১৪, ০৮:৪৮:২৯ রাত
কথার ওপর কথা বলি
কথারু এক জাতি
তিলকে বানাই তাল কখনো
মশাকে বানাই হাতি।
শুয়ে বসে কথা বলি
কথা বলি হেঁটে
বীজ বুনেছি কত কথার
তোমার আমার পেটে।
পেটের কথা রয়না পেটে
দৌড়ে আসে ঠোঁটে
শান্তি কোথায়? যায়না বসা
কথা বলার চোটে।
হঠাৎ দেখি কথা নিয়ে
কথার যাঁতাযাঁতি
কথা নিয়ে হই-হাঙ্গামা
কথায় হাতাহাতি।
দিনে রাতে এত্ত কথা
কথার মাতামাতি
যায়কি হ্ওয়া কথা বলে
ধনী রাতারাতি?!
বিষয়: বিবিধ
১১৫৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কথারু এক জাতি
তিলকে বানাই তাল কখনো
মশাকে বানাই হাতি।
তয় কথা কিন্তু সইত্য ; ;
বুঝেছেন এবার??
আপু জানো, আমার বিড়ালের বাচ্চা হয়েছে চারটা। কি সুন্দর ছানাগুলো যদি দেখতে সারাদিন আদর করতে তুমি। সারাদিন আমার সাথে খেলা করে।
আমি কাঠির মাথায় সুতো দিয়ে কাগজ বেধে ্ওদের সাথে ইঁদুর-বিড়াল খেলি। ্ওরা আমাকে ছাড়া বকচ্ছুটি বুঝে না।
আদর নেবে না; ধরার আগে খামছি দিবে।
কেউবা জেতে ফুল,
জুতার মালা গলায় ওঠে
কথায় হলে ভুল৷
ওয়াজ নসিহত কথায় চলে,
লক্ষ্য লোকে শোনে,
মিথ্যা কথার ব্যাসাত করে,
কেউবা টাকা গোনে।
হিসেব করা কথায় শান্তি, আনে ঘরে ঘরে।
বুঝেছেন এবার?
আসসালামুআলাইকুম। পরসমাচার এই যে,......................
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন