বিরাট সম্বরধনা
লিখেছেন লিখেছেন কুশপুতুল ০৪ নভেম্বর, ২০১৪, ১১:৪৬:১৩ সকাল
হচ্ছে নাকি কক্সবাজারে
আজকে `নেতা' বরণ,
পড়ছে নাকি ষাট কিলোতে
দুই দুশো তোরণ।
যাচ্ছে পথে শ্লোগান মেরে
শয়ে শয়ে গাড়ী,
মিছিল, শ্লোগান তালির তোড়ে
কাঁপছে শহর-বাড়ি।
কী হয়েছে কী হয়েছে
যাচ্ছ কোথায় সোনা,
ধ্যাত্তেরিজা সঙ্গে চলো
বিরাট সম্বরধনা।
বিষয়: বিবিধ
১০৬৪ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যাচ্ছে মানুষ তালে তালে, কদর আছে এনার।
কবিতা ভালো হয়েছে পিলাচ দিলুম।
যাবে নাকি?
সম্মুখে সাদা মেঘ
এখন্ও অনেক পথ বাকি!
ছড়াটি!
পাইনা কোনো তাল।
মন্তব্য করতে লগইন করুন