তোমরা যারা বিয়ে করো নাই
লিখেছেন লিখেছেন কুশপুতুল ০১ নভেম্বর, ২০১৪, ১১:০২:২১ সকাল
তোমরা যারা বিয়ে করো নাই
তাদের জন্য খবর আছে মেলা
পাত্রপাত্রী আছে কয়েক ডজন
পাঠাও দেখি নাম ঠিকানা জেলা।
কিরম কিরম বর বা কণে চাই
সিরম সিরম লিখে দিও পোষ্ট
লালকালিতে আণ্ডারলাইনও দিও
যেগুলোতে চয়েজ তোমার মোষ্ট।
বায়োডাটা দিও যতন করে
সঙ্গে দিও রঙ্গিন দুটি ছবি
পেশা তোমার হোকনা ছোট বড়
পষ্ট করে লিখো তোমার হবি।
আরো অনেক তথ্য দিতে হবে
তার জন্য পাঠিয়ে দিলাম ফরম
সব কিছুই গোপন রাখা হবে
কেউ পাবেনা এতটুকুন শরম।
বিষয়: বিবিধ
২০৭২ বার পঠিত, ৫৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগা রেখে গেলাম।
চরম গুরুত্বপুর্ন পোস্ট। >- >- >-
বিয়ে করে ফেলুন
বিয়ের পরে জামাই বউয়ে
আকাশে পাখা মেলুন।
আমরা এত লাফালাফি করে একটা বিয়েও করতে পারচিনা আর আপনি ফেলে দিতে চাচ্ছেন নিষ্ঠুর
আছাড় দিমু শেষে
একটাও বউ নাই গো তোমার
পাক ধরেছে কেশে?
যারা দ্বিতীয় বার করতে চাইবে তাদের করণীয় কী তা তো জানালেন না!!
ঘটকালীতে সাফল্য আসুক আপনার জন্যে এই শুভ কামনা!!
বুড়ো হলেও সমস্যা নেই
দেবো পানের বাটা।
জানতে চাইরে বোন,
তবে ধার্মিক মেয়ে একটা
আমার প্রয়োজন।
সুন্দরি হলে প্লাস পয়েন্ট
জানিয়ে রাখি তোমায়,
দুটো দিকের,বেশ মিলিয়ে
পোষ্ট করযে আমায়।
বয়স আমার একটু বেশি
ছাব্বিশ কিংবা আঠাশ,
অফারটা তো লোভে পূর্ণ
আশা করি হবে পূর্ণ,
পাচ্ছি মনের আভাস।
বোঁচা নাকু, হাদলা মুখো, চোখ কোটরি এমন?
কণে ভাল পেতে হলে, বরও ভাল চাই
কী কী তোমার দোষ-গুণ জানতে আমি চাই।
পিচ্ছি ছেরা
হোক সে শহুরে বা গেঁয়ে
সাইকেলে চড়ে সুন্দরী চান, কেমন বর কন তো?
যার আছে ভরি ভরি সোনা দানা আর সাত রাজার ধন
সুন্দরী মেয়ে বিয়ে করবে, করছ এসব দাবি।
তোমার দেখি স্বভাব খারাপ, তোমার মাঝে ফাঁকি
বিয়ে করার কাম নাই, অনেক পথ কাকি!
যাককক @কুশপুতুল আপু, যা বুঝার বুঝে গেছি আমরা
দ্বিতিয় বিবাহের ক্ষেত্রে কি কোন বিশেষ অফার আছে????
নাকি যেৌতুকের জন্য মারামারি আর জ্বালাতন করে বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছেন? বলেন।
বউকে মারলে খবর আছে।
দ্বিতিয় বিয়ের লোভ দেখিয়ে ফাঁদে ফেলার ফন্দি!!!
মডু মামু কই....
মাছের কাটা পেলেই খুশি, জিহ্বাটাতে শেলাই।
ঠিক তোমার মতো,
নিজের চেহারা আয়নাতে দেখো,
শাধ মিলবে শত।
হ্যারির বিয়ে সামনের মাসে,
দাওয়াত নেন বুবু।
কোরমা পোলাও সবি থাকবে, থাকবেনা কমতি কভু।
হ্যারি আমার বিলাইয়ের নাম,
ভাইবেন না আবার ব্লগার।
ওর বিয়েতে সবাই থাকবেন,
থাকবে না কোন আধার।
সেই আসরে বিয়া দিয়ে দিব, সব কথা শেষ।
কনন্যা একপায়ে রাজি,
তোমার সাথে মিলবে দারুন,
চলো দেখে আসি পাজজ্জি।
এক পায়ে হয়েছে কেন খাড়া ?
কন্যা কী তাহলে ল্যাঙ্ড়া?
বিলাইসহ তোমায় ধরে কিলাই।
বিয়ে দিবে ভালো কথা পাত্র পাবে কই?
আংটি ঘড়ি সাজুগুজু চাঙ্গে ওঠার মই
এসবগুলো না দিলেই খামছি খাবে শেষে
তখন তুমি বিলাই নিয়া ঘুরবা পাগল বেশে।
হ্যারির বিয়ে? হ্যারি একটা বিলাই?
বিলাইসহ তোমায় ধরে কিলাই।
কি করবো বিয়া পাগল, বিয়ের নামে কাজে খাটাই।
দেখি কোন পাত্রি পাই কিনা,
বিয়া করবে হ্যারিকে।
না হলে আপনার কাছেই দিবো সারাজিবন পুশতে।
কথা বলে, মিষ্টি মিষ্টি, আমার এমন বিলাই।
সবার নজর কারা বিলাই,
আরএকটা মিলা বড় ভার,
সেই জন্যই পুতুলবুবুরে দিতে চাই বার বার।
তারপরে দেন বিয়ে
বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি যান
তারপরে পানসুপারি খান
তারপরে আমার সামনেত্তে যান!
একটু জদি পান, আমার বিলাইটারে আদর কইরা দেন।
মন্তব্য করতে লগইন করুন