দুর্ঘটনায় সব হারিয়ে, কাঁদে সর্বহারা
লিখেছেন লিখেছেন কুশপুতুল ২২ অক্টোবর, ২০১৪, ০৬:০০:৪০ সন্ধ্যা
কথায় কথায় দুর্ঘটনা, কথায় কথায় মরণ
চলতে পথে কত মানুষ, দুঃখ করে বরণ।
মরছে মানুষ শয়ে শয়ে, ফেলছে চোখে পানি
হাসপাতালে আধমরাদের, নিয়ে টানাটানি।
কেনো এমন দুর্ঘটনা, হচ্ছে সারাদেশে
কত মানুষ সব হারিয়ে, ঘুরছে পাগল বেশে।
চিল্লাচিল্লি শেষ হয়ে যায়, শেষ হয়না বিচার
টিভি-পেপার প্রচার করে, মৃত্যু নিয়ে ফিচার।
তারপরে আর খোঁজ লয়না, কেমন আছেন তারা
দুর্ঘটনায় সব হারিয়ে, কাঁদে সর্বহারা!!
বিষয়: বিবিধ
৯৪৩ বার পঠিত, ১২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
দুর্ঘটনায় সব হারিয়ে, কাঁদে সর্বহারা!
আসলেই সর্বহারাদের পাশে দাঁড়ানোর মত মানুষের সংখ্যা নগণ্য।
ধন্যবাদ সুন্দর লেখার জন্য।
মন্তব্য করতে লগইন করুন