আমছালা দুটোই গেলো শেষে...

লিখেছেন লিখেছেন কুশপুতুল ১৩ অক্টোবর, ২০১৪, ১২:১৩:০৬ দুপুর

আমছালা দুটোই গেলো শেষে...

আমের ভেতর ছালা নাকি

ছালার ভেতর আম?

এসব ভেবে ঘুরছি বাউলা বেশে!

আমি, অহংকারে যখন তখন

যা তা বলি হেসে,

আমার যত তাকাব্বরি

যাচ্ছে জলে ভেসে।

অনেক বছর অনেক করে

যা নিয়েছি পাশে,

আপন যত পর হয়ে আজ

দূরে বসে হাসে।

বিষয়: বিবিধ

১১৭৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273850
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৪
নিরবে লিখেছেন : ভালো লাগলো । তবে তাকাব্বরি মানে কি রে ভাই?
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৮
217819
কুশপুতুল লিখেছেন : বা হা দু রি

হি: হি:
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪২
217822
নিরবে লিখেছেন : Winking) Winking) Winking)
273851
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৬
ফেরারী মন লিখেছেন : অনেক দিন পর কেনো? Time Out Time Out Time Out
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪০
217820
কুশপুতুল লিখেছেন : আপনি আমাকে খুঁজছিলেন?
শুভেচ্ছা।
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫০
217828
ফেরারী মন লিখেছেন : ব্লগ হলো একটি বডি আর ব্লগার হলো তার বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ। একটি অঙ্গের অনুপস্থিতি অন্য অঙ্গ ঠিকিই টের পায়।
273856
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


"লুকোচুরি" বেশ লুকোচুরি করছেন বটে-
কিন্তু আপনি তো "লুকোচুরি" নন,
তবে এমন লুকোচুরি করেন কেন??


খুব্বি ব্যস্ত বুঝি !

দোয়া করি/চাই
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৫৬
217846
কুশপুতুল লিখেছেন : আমি এত আজাইড়া থাকি না। লুকুচুরি করুম কোন সময়?
১৪ অক্টোবর ২০১৪ রাত ০১:৪৮
218026
আবু সাইফ লিখেছেন : তাহলে খুঁজে পাইনা কেন???? Crying
273884
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৫০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ । ওনেক দিন পর যে আপু?
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৬
217877
কুশপুতুল লিখেছেন : দুষ্টু পোলার ভয়ে না আমি দেৌড়ের ওপর আছিলাম!!!!!!!!!!!!
274025
১৩ অক্টোবর ২০১৪ রাত ১১:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : থাকলে এমন খালা!!
(কুশপুতুলের মত)
যাবেই আম ও ছালা।
১৫ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪৪
218608
কুশপুতুল লিখেছেন : আমি অনেক ভালা
আমের ভেতর ছালা
274160
১৪ অক্টোবর ২০১৪ সকাল ০৭:২২
বুড়া মিয়া লিখেছেন : আপন এর চাইতে পর ভালো
পরের চাইতে বন
বনের চাইতেও জঙ্গল ভালো
এটাই কইতাছে মন!
১৫ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪৬
218610
কুশপুতুল লিখেছেন : এই বুইরা বেডা, জঙ্গলে যাওগা।
১৫ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০৮
218621
বুড়া মিয়া লিখেছেন : জঙ্গল থেকেই বলছিলাম ...
274502
১৫ অক্টোবর ২০১৪ রাত ০৩:২৯
জবলুল হক লিখেছেন : আপুজান আপনি অনেক ভালো লিখেন। আর আমার সাহিত্যের ছড়া শাখায় আগ্রহ বেশি। এ জন্য আপনার ছড়ার অপেক্কায় থাকি। নিয়মিত লিখবেন গো আপা।
১৫ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪৮
218611
কুশপুতুল লিখেছেন : নিয়মনীতির বালাই নাই, সময় নাই হাতে
লিখতে গেলে অনেক বাধা, ঝগড়া আমার সাথে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File