আমছালা দুটোই গেলো শেষে...
লিখেছেন লিখেছেন কুশপুতুল ১৩ অক্টোবর, ২০১৪, ১২:১৩:০৬ দুপুর
আমছালা দুটোই গেলো শেষে...
আমের ভেতর ছালা নাকি
ছালার ভেতর আম?
এসব ভেবে ঘুরছি বাউলা বেশে!
আমি, অহংকারে যখন তখন
যা তা বলি হেসে,
আমার যত তাকাব্বরি
যাচ্ছে জলে ভেসে।
অনেক বছর অনেক করে
যা নিয়েছি পাশে,
আপন যত পর হয়ে আজ
দূরে বসে হাসে।
বিষয়: বিবিধ
১১৭৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হি: হি:
শুভেচ্ছা।
"লুকোচুরি" বেশ লুকোচুরি করছেন বটে-
কিন্তু আপনি তো "লুকোচুরি" নন,
তবে এমন লুকোচুরি করেন কেন??
খুব্বি ব্যস্ত বুঝি !
দোয়া করি/চাই
(কুশপুতুলের মত)
যাবেই আম ও ছালা।
আমের ভেতর ছালা
পরের চাইতে বন
বনের চাইতেও জঙ্গল ভালো
এটাই কইতাছে মন!
লিখতে গেলে অনেক বাধা, ঝগড়া আমার সাথে
মন্তব্য করতে লগইন করুন