স্বপ্ন দেখার ছলে আমি যেই দিয়েছি ঘুম
লিখেছেন লিখেছেন কুশপুতুল ১২ আগস্ট, ২০১৪, ০২:১৯:১৮ দুপুর
জনসভায় আমি যখন ঘুমাই
তোরা শুধুই ভাবিস কেনো অন্য?
এটা আমার ঘুম নয়রে পাগল
তখন আমি ভাবি তোদের জন্য।
ঘাড়ে আমার বড় বড় কাজ
দিনে-রাতে ব্যস্ত থাকি কাজে
চোখ বুঝে ভাবি যখন আমি
ওমনি তোরা লিখিস আজেবাজে।
একটুখানি নেশার ছলে যেই টেনেছি ধুম
স্বপ্ন দেখার ছলে আমি যেই দিয়েছি ঘুম
তোরা এসব লিখে টিখে ভরলি নেট ও প্যাপার
চাসনা ভাল দেশের তোরা এটাই আজব ব্যাপার!
বিষয়: বিবিধ
১১৫৬ বার পঠিত, ৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
??????????????????????????????
মন্তব্য করতে লগইন করুন