লোকটা বড়ো বালা!
লিখেছেন লিখেছেন কুশপুতুল ২০ জুলাই, ২০১৪, ০৪:১৩:০৩ বিকাল
রোজার মাসে চাচী বেজায় খুশি
হয়না খেতে চাচার কিল ও ঘুষি
রোজার আগে পরে
হায়রে চাচার ঘরে
কিলাকিলির তুফান ছোটে রোজ
হাঁপায় বসে চাচা
`তরা আমায় বাঁচা
আমি যে কেমুন খবিশ পালি
লছনা তরা খোঁজ।'
পিটনি খেয়ে চাচী দেখি হাসে
আদর করে বলল চাচী, `আসো আমার কাছে'
যেই বলেছি চাচীগো তোমার মুখটা কেনো কালা?
বলল চাচী, `এ কিছুনা লোকটা বড়ো বালা।'
বিষয়: সাহিত্য
১১৫৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরার বৈনাই না-কি?
অইন্য কুনু হালা?
কয়না মুখে কথা,
যাতনা বিষাদে তবু
সয়যে হাজার ব্যাথা।
নিত্য চাচী বেজার মুখে
চাচাকে দেয় গালি,
নীরব মুখে শুধুই চাচা
ছোড়ে হাসির ফালি।
চাচা বড় ভাল মানুষ
বরে বেড়ায় চাচী,
চাচা বলে দাও খোদা পথ
খবিস থেকে বাচি।
বউ নয়তো ডাইনি যেন
নেইকো ঘরে সুখ,
জাহান্নামে জ্বরে পুড়ি
নিত্য লুকাই মুখ।
কুশপুতুল কাউকে প্রিয়তে না রাখায় কবিতার খবর কেউ জানেনা। এমনটি ঠিক নয়। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন