ছাই হয়ে যায় মিশাইল বারুদে পুড়ে
লিখেছেন লিখেছেন কুশপুতুল ১৪ জুলাই, ২০১৪, ০২:৫৭:৩৫ দুপুর
হায়রে মানব জাতি...
গুলি খেয়ে মরে চোখের সামনে
তোমার আমার জ্ঞাতি।
কত কত শিশু অকালে ঝরেছে
অগুনতি হয়েছে আহত
কারো পিতামাতা কিবা ভাইবোন
চোখের সামনে নিহ্ত।
ঘরবাড়ি সব ছাই হয়ে যায়
মিশাইল বারুদে পুড়ে
সভ্য মানুষে উপভোগ করে
দাঁড়িয়ে নিরাপদ দূরে।
আহারে মানব জাতি
হারিয়ে গেছে মানবতারা
দুর্বলেরা খায় লাথি।
বিষয়: বিবিধ
১১৮৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন