প্রভু!!
লিখেছেন লিখেছেন কুশপুতুল ১০ জুলাই, ২০১৪, ০১:১৬:২৫ দুপুর
প্রভু
ভালো কাজে সত্য পথে
অটল যেনো থাকি,
তোমার পথে চলতে গিয়ে
দেই না যেনো ফাঁকি।
সত্য ন্যায়ের জন্য যেনো
শক্ত হয়ে দাঁড়াই,
দুঃখকাতর মানুষের প্রতি
হাতটা যেনো বাড়াই।
বিষয়: সাহিত্য
৮৭২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমার পথে থাকার,
দ্বীনহারা এই লোকগুলোকে
তোমার পথে ডাকার।
দাওগো প্রভূ
তোমার পথে থাকার,
দ্বীনহারা এই
লোকগুলোকে
তোমার পথে ডাকার।
মন্তব্য করতে লগইন করুন