বের হবেনে তেল
লিখেছেন লিখেছেন কুশপুতুল ০১ জুলাই, ২০১৪, ০৩:৪৪:৪৯ দুপুর
দেখব এখন শব্জী-ফলে
ফরমালিন দেয় কোন চোরে
ধরে তাদের কে ছেড়ে দেয়
কোন সে ব্যাটা ঘোষখোরে?
ধরা খেলে রক্ষাটা নেই
যবজ্জীবন জেল
জরিমানা জেল-ঘানিতে
বের হবেনে তেল।
বিষয়: সাহিত্য
৮৫২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেখাদেখির নাই কিছু ভাই
ফরমালিন দেয় সব চোরে
আইন-কানুন সিঁকেয় তুলে
ছেড়ে দেয় সব ঘুষখোরে।
.
এখন আরো বেশি ঘুষ খাওয়ার সুযোগ সৃষ্টি হলো।
রাস্তায় রেখে যায়গো কে?
ফরমালিনের খাদ্য খাইয়ে
মানুষ হত্যাও করল সে?
বল মাগো কুত্তা সামলাও
যাবনা তোর দরবারে,
মারিসনা তুই আইনের খেলায়
যাবনা আর তোর দ্বারে।
গড ফাদারকে সামলাও তুমি
ক্ষুধা পেটে শান্তি দাও,
বিদ্যুতি বিহীন হ্যারিকেনে
থাকবে ভাল আমার গাঁও।
রাজ্য লুটে নাও সবি আজ
হে গড ফাদারের জননী,
তোমার ঠেলায় নির্বাক সবাই
কথা দিয়েও রাখনি।
মন্তব্য করতে লগইন করুন