বের হবেনে তেল

লিখেছেন লিখেছেন কুশপুতুল ০১ জুলাই, ২০১৪, ০৩:৪৪:৪৯ দুপুর

দেখব এখন শব্জী-ফলে

ফরমালিন দেয় কোন চোরে

ধরে তাদের কে ছেড়ে দেয়

কোন সে ব্যাটা ঘোষখোরে?

ধরা খেলে রক্ষাটা নেই

যবজ্জীবন জেল

জরিমানা জেল-ঘানিতে

বের হবেনে তেল।

বিষয়: সাহিত্য

৮৫২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240609
০১ জুলাই ২০১৪ বিকাল ০৪:১৯
প্রবাসী আশরাফ লিখেছেন : .
দেখাদেখির নাই কিছু ভাই
ফরমালিন দেয় সব চোরে
আইন-কানুন সিঁকেয় তুলে
ছেড়ে দেয় সব ঘুষখোরে।
.

240611
০১ জুলাই ২০১৪ বিকাল ০৪:১৯
নীল জোছনা লিখেছেন : Rose Rose অনলি ফুল
240631
০১ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কেলা হবে!!!!
এখন আরো বেশি ঘুষ খাওয়ার সুযোগ সৃষ্টি হলো।
240632
০১ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩৩
প্রবাসী মজুমদার লিখেছেন : জিন্দা মানুষ জবাই করে
রাস্তায় রেখে যায়গো কে?
ফরমালিনের খাদ্য খাইয়ে
মানুষ হত্যাও করল সে?

বল মাগো কুত্তা সামলাও
যাবনা তোর দরবারে,
মারিসনা তুই আইনের খেলায়
যাবনা আর তোর দ্বারে।

গড ফাদারকে সামলাও তুমি
ক্ষুধা পেটে শান্তি দাও,
বিদ্যুতি বিহীন হ্যারিকেনে
থাকবে ভাল আমার গাঁও।

রাজ্য লুটে নাও সবি আজ
হে গড ফাদারের জননী,
তোমার ঠেলায় নির্বাক সবাই
কথা দিয়েও রাখনি।
240670
০১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২০
ভিশু লিখেছেন : খুব ছুন্দল!
Thumbs Up Love Struck Good Luck Angel Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File