আই স্যালুট ইউ ...
লিখেছেন লিখেছেন কুশপুতুল ২৮ জুন, ২০১৪, ১১:০৬:৩৩ সকাল
পাহাড় সমান বাধা ছিল
বিরাট বিরাট ঢেউ
দাঁড়িয়েছিলে একলা একা
আর ছিল না কেউ।
হুমকি ধমকি গালাগালি
ছিল কয়েক বোজা
সকল বাধা পেরিয়ে তুমি
দাঁড়িয়ে ছিলে সোজা
সততা তোমার আদর্শ হোক
হয় না যেন লুট
দিচ্ছে তোমায় দেশের মানুষ
সালাম এবং স্যালুট।
বিষয়: বিবিধ
১০৫৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কুশপুতুল বলে, 'না বুজলে নাই'
এই হাসি অটুট থাকুক। শুভেচ্ছা নিন।
ধন্যবাদ।
ছোট্ট একটি কারেকশন, যদি কিছু মনে না করেন -
"ছিল কয়েক বোজা" এর স্থলে হবে "ছিল কয়েক বোঝা"।
ধন্যবাদ।
পত্রিকা পড়লেই বিষয়টি জানতে পারতেন।
মন্তব্য করতে লগইন করুন