হায়রে আশরাফুল...
লিখেছেন লিখেছেন কুশপুতুল ১৮ জুন, ২০১৪, ১০:৫০:৫২ রাত
খেলায় তুমি জয় এনেছ. হার মেনেছ লোভে
ভক্তরা আজ ছেঃ ছেঃ করে পড়ছে ফেটে ক্ষোভে
আর কত চাই আর কত চাই পাওনি তুমি কম
এখন তুমি ভক্ত মাঝে তিক্ত আলুর দম
আট বছরের দণ্ড এবং কঠিন জরিমানা
তোমার এখন সুখের ঘরে দুখেরা দেয় হানা
লোভের কাছে হার মেনে আজ টানো মাথার চুল
আর যেন কেউ জেনে শুনে করে না এমন ভুল!!
বিষয়: বিবিধ
১০০৪ বার পঠিত, ১০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
আমি খেলা দেখা বাদ দিয়ে দিছি। তবে
বাস্তবতা ঃ আশরাফুলের প্রতি মানুষের ভালোবাসা অনেক বেড়ে গেছে হাজারগুণ।
আশরাফুল তুমি আছো মানুষের হৃদয়ে।
কি কাকতালিয় ব্যাপার ! আশরাফুলের সাজা হল আর একই সময়ে বাংলাদেশ ক্রিকেট দল তাদের ইতিহাসের ন্যাক্কারজনক পরাজয় বরন করলো !
মন্তব্য করতে লগইন করুন