বাবা হওয়া এত সহজ না!

লিখেছেন লিখেছেন কুশপুতুল ১৬ জুন, ২০১৪, ০৪:৪২:১৯ বিকাল

এত লেখাপড়া, এত উপদেশ, এত শাসন-বারণ আর ভাল লাগে না। সকাল থেকে রাত পযর্ন্ত ঘরে মা-বাবা আর মুরুব্বিদের আদেশ উপদেশ আর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের কড়া শাসন; কত ভাল লাগে বলুন!

তখন মাঝে মধ্যে আমি মনে মনে বাবা হয়ে যেতাম। আর বাবা-মা হতো ছেলে আর মেয়ে। তখন আমি রাগী বাবা কখনো রাগী মা হয়ে বেদম শাসন করতাম। শাসন কারে কয়, কত প্রকার ও কি কি, বুঝিয়ে দিতাম।

আমি যখন ছোট তখন ঘরের কোনার ছোট আমগাছটি ছিল আমার ছাত্র আর জামবুরা গাছটি হতো ছাত্রী। হাতে কাচা জিংলা নিয়ে সমানে পিটিয়ে শাসন করতাম আর বলতাম, ক আজকের পড়াটা পারস নি ক্যান? তর কি লেখাপড়া ছাড়া আর কোনা কাজ আছে? ফাজিল ছেলে মেয়ে কোথাকার বলেই ছেলে আর মেয়েকে বেদম পিটাতাম। পিটনির চোটে হাতের বেত ফানাফানা হতে যেতো। ঢিল মেরে বেতটা ছুঁড় ফেলে দিয়ে রাগে কাঁপতে কাঁপতে বলতাম, আরেকদিন যদি খালি পড়া না শিখে ক্লাসে আসিস তো পিঠের ছাল তুলে ফেলবো। হা-করে আছিস ক্যান, যা সিটে গিয়ে ব।

আসলে ছোটবেলা বাবা মা বা শিক্ষকের শাসনকে আমরা ভালো ভাবে নিতে পারতাম না। মনে করতাম অহেতুক বাড়াবাড়ি করছেন তারা। আসলে কি তাই?

এখন বুঝি, মা-বাবা আর শিক্ষকেরা আমাদের শাসন না করলে আর উপদেশ না দিলে জীবনের গতিটা কেমন হতো। একজন মানুষকে মানুষ হয়ে ওঠার জন্য এগুলোর কোন বিকল্প আছে?

আর বাবা? সে তো এক সাগরের মতন। যত অভাব যত অভিমান, যত আবেগ আবদার, আদর শাসন ভালবাসা সব কিছুই যেন থরে থরে সাজানো থাকে বাবার বুকের ভেতরে। যখন যা চাই তাই যেন বাবা তাক থেকে পটাপট দিয়ে দেন যতন করে। কী অবাক কাণ্ড। বাবা সন্তানের মঙ্গলের জন্য করতে পারেন না এমন কোনো কাজ নেই। ভাবতাম, বাবা বুঝি খালি শাসনই করেন। আসলে বাবা যা করেন তা বাবা ছাড়া আর কেউই করতে পারেন না। বাবার মতনও কেউ হতে পারেন না। বাবা বাবাই।

মাঝে মাঝে ভাবি, এই বাবা হওয়ার জন্য বাবাকে কত ত্যাগ স্বীকার করতে হয় কত কষ্ট করতে হয় আর কত ধৈযর্শীল হতে হয়। আসলে একজন আদর্শ বাবা হওয়া বড় কঠিন!

সত্যিই বাবা হওয়া এত সহজ নি!!

বিষয়: বিবিধ

১৩৪১ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235424
১৬ জুন ২০১৪ বিকাল ০৫:০১
হতভাগা লিখেছেন : তবুও বাবার জন্য থাকে সান্তনা সূচক চতুর্থ পদক
১৬ জুন ২০১৪ বিকাল ০৫:০৫
181999
কুশপুতুল লিখেছেন : বুঝিয়ে বলেন, কিচ্ছু বুঝিনি হতভাগা!
235429
১৬ জুন ২০১৪ বিকাল ০৫:১০
ছিঁচকে চোর লিখেছেন : গল্প নয় ছড়া চাই
রোজ যেন একটি করে পাই
না পেলে Time Out
১৬ জুন ২০১৪ বিকাল ০৫:১৮
182002
কুশপুতুল লিখেছেন : চোর চোর চোর,
চোরের কথায় কান দিতে নেই
পকেট মারা চোর
ধরা খেলে পিটনি খাবে
সন্ধ্যা থেকে ভোর।
১৬ জুন ২০১৪ বিকাল ০৫:২৭
182005
ছিঁচকে চোর লিখেছেন : পণ করেছি পণ, করবো চুরি মন
মনের সাথে মন মিশিয়ে করবো আলিঙ্গন Love Struck Love Struck Love Struck
235433
১৬ জুন ২০১৪ বিকাল ০৫:২১
চোরাবালি লিখেছেন : চোখের সামনে ২৫বছর বাঁকী একজন পূর্ণাঙ্গ সফল বাবা হওয়ার জন্য। জানিনা কি হবে
১৬ জুন ২০১৪ বিকাল ০৫:২৭
182004
কুশপুতুল লিখেছেন : এত প্যাঁচ মেরে কথা বলেন ক্যান? সোজাসুজি বলতে পারেন না?
১৬ জুন ২০১৪ বিকাল ০৫:৩১
182007
চোরাবালি লিখেছেন : নামই তো প্যাচের সোজা সাপটা বলে কি করে?
১৭ জুন ২০১৪ দুপুর ০৩:৫৭
182269
আহ জীবন লিখেছেন : @ চোরাবালি ভাই বাপ হইছেন এক বছর মনে হচ্ছে। সময় বোধহয় লম্বা করা লাগবে।
235434
১৬ জুন ২০১৪ বিকাল ০৫:২২
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৬ জুন ২০১৪ বিকাল ০৫:২৮
182006
কুশপুতুল লিখেছেন : আপনাকে শুভেচ্ছা জানাই।
235436
১৬ জুন ২০১৪ বিকাল ০৫:৩২
মেঘ ভাঙা রোদ লিখেছেন : বাবা হইতে মুঞ্চায়। Crying Crying Crying Crying
১৬ জুন ২০১৪ বিকাল ০৫:৩৫
182008
কুশপুতুল লিখেছেন : বাবা হওয়া এত সহজ না!
১৬ জুন ২০১৪ বিকাল ০৫:৩৫
182009
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আচ্চা বাবা হতে গেলে বিয়ে করতে হবে? :Thinking :Thinking
১৬ জুন ২০১৪ বিকাল ০৫:৪১
182010
কুশপুতুল লিখেছেন : মেঘ ভাংতে রোদ লেগেছে
রোদে ভাঙ্গ মেঘ
পরের লাইন নিজে লিখে
মিলান তো
১৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
182019
মেঘ ভাঙা রোদ লিখেছেন : নিজে পারছে না তাই অন্যের উপর চাপানো হচ্ছে Frustrated Frustrated <:-P
235439
১৬ জুন ২০১৪ বিকাল ০৫:৪১
পারভেজ লিখেছেন : বাবা হওয়াটা সত্যিই খুব কঠিন। ছেলে মেয়েদেরকে সঠিক গাইডলাইন দিয়ে বড় করতে না পারলে সমাজ নানানভাবে দোষারোপ করে এমন কি নিজের সন্তানরাও বিভিন্নভাবে অপদস্ত করে। যেমন- কি করেছে তুমি আমাদের জন্য। ছোট বেলায় বাবার হাতে অনেক মার খেয়েছি। বাবা ছিল যেন আমাদের ঘরে ভিলেন। আজ বুঝি ছো্ট্টবেলায় যদি বাবা এত শাসন না করতে আজ হয়তো এ ব্লগে দুই লাইন লেখার যোগ্যতা হতোনা।

এখন আমিও বাবা হয়েছি। আনন্দের সাথে সাথে ভিষণ টেনসনে আছি।
235441
১৬ জুন ২০১৪ বিকাল ০৫:৪৫
সন্ধাতারা লিখেছেন : আপনার লিখা পড়ে অতীতকে মনে পড়ে গেল। আমার বাবা সত্যিই ভাগ্যবান ছিলেন আমাদেরকে তেমন করে শাসন করতে হয়নি। বাবা-মায়ের পিটুনি ভাগ্যে কখনও জুটেনি। আমিও আমার সন্তানের গাঁয়ে কখনও হাত দেইনি। একটুখানি চোখ রাঙিয়ে ধমকের সুরে কথা বললে কাঁদতে কাঁদতে বুক ভাসিয়ে ফেলত। টয়লেটে বসে কান্না করতো আর চোখ দুটো রক্তের মত লাল টুকটুক হতো। সুতরাং পিটুনি দেয়া তো দুরের কথা নিজেই কান্নায় ভেঙ্গে পড়তাম ছেলের অবস্থা দেখে।
235777
১৭ জুন ২০১৪ দুপুর ০২:৪৬
প্রবাসী মজুমদার লিখেছেন : এখন বুঝি, মা-বাবা আর শিক্ষকেরা আমাদের শাসন না করলে আর উপদেশ না দিলে জীবনের গতিটা কেমন হতো। একজন মানুষকে মানুষ হয়ে ওঠার জন্য এগুলোর কোন বিকল্প আছে?

এখন বুঝি, এটার অর্থ বুঝে আসেনি। কম বুঝিতো। তাই। অপারগতা প্রকাশ করলাম জানার জন্য। তবে লিখাটা ভাল হয়েছে। বাবাদের পক্ষ থেকে কুশপুতুলকে ধন্যবাদ।

বাবা দিবসে সপ্তম শ্রেণীতে পড়ুয়া তাসনিয়া আমাকে ফোন করেছে। ধরতেই স্ত্রী বলল, তোমার মেয়ের সাথে কথা বল। খুব লাজুকতার স্বরেই বলল, বাবা, আজকেতো বাবা দিবস....। রাতে বাসায় ফিরতে পকেটের বারোটা বাজিয়ে সবাই ভোজানন্দে মেতে উঠলাম। ভালই লাগল। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File