বাবা হওয়া এত সহজ না!
লিখেছেন লিখেছেন কুশপুতুল ১৬ জুন, ২০১৪, ০৪:৪২:১৯ বিকাল
এত লেখাপড়া, এত উপদেশ, এত শাসন-বারণ আর ভাল লাগে না। সকাল থেকে রাত পযর্ন্ত ঘরে মা-বাবা আর মুরুব্বিদের আদেশ উপদেশ আর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের কড়া শাসন; কত ভাল লাগে বলুন!
তখন মাঝে মধ্যে আমি মনে মনে বাবা হয়ে যেতাম। আর বাবা-মা হতো ছেলে আর মেয়ে। তখন আমি রাগী বাবা কখনো রাগী মা হয়ে বেদম শাসন করতাম। শাসন কারে কয়, কত প্রকার ও কি কি, বুঝিয়ে দিতাম।
আমি যখন ছোট তখন ঘরের কোনার ছোট আমগাছটি ছিল আমার ছাত্র আর জামবুরা গাছটি হতো ছাত্রী। হাতে কাচা জিংলা নিয়ে সমানে পিটিয়ে শাসন করতাম আর বলতাম, ক আজকের পড়াটা পারস নি ক্যান? তর কি লেখাপড়া ছাড়া আর কোনা কাজ আছে? ফাজিল ছেলে মেয়ে কোথাকার বলেই ছেলে আর মেয়েকে বেদম পিটাতাম। পিটনির চোটে হাতের বেত ফানাফানা হতে যেতো। ঢিল মেরে বেতটা ছুঁড় ফেলে দিয়ে রাগে কাঁপতে কাঁপতে বলতাম, আরেকদিন যদি খালি পড়া না শিখে ক্লাসে আসিস তো পিঠের ছাল তুলে ফেলবো। হা-করে আছিস ক্যান, যা সিটে গিয়ে ব।
আসলে ছোটবেলা বাবা মা বা শিক্ষকের শাসনকে আমরা ভালো ভাবে নিতে পারতাম না। মনে করতাম অহেতুক বাড়াবাড়ি করছেন তারা। আসলে কি তাই?
এখন বুঝি, মা-বাবা আর শিক্ষকেরা আমাদের শাসন না করলে আর উপদেশ না দিলে জীবনের গতিটা কেমন হতো। একজন মানুষকে মানুষ হয়ে ওঠার জন্য এগুলোর কোন বিকল্প আছে?
আর বাবা? সে তো এক সাগরের মতন। যত অভাব যত অভিমান, যত আবেগ আবদার, আদর শাসন ভালবাসা সব কিছুই যেন থরে থরে সাজানো থাকে বাবার বুকের ভেতরে। যখন যা চাই তাই যেন বাবা তাক থেকে পটাপট দিয়ে দেন যতন করে। কী অবাক কাণ্ড। বাবা সন্তানের মঙ্গলের জন্য করতে পারেন না এমন কোনো কাজ নেই। ভাবতাম, বাবা বুঝি খালি শাসনই করেন। আসলে বাবা যা করেন তা বাবা ছাড়া আর কেউই করতে পারেন না। বাবার মতনও কেউ হতে পারেন না। বাবা বাবাই।
মাঝে মাঝে ভাবি, এই বাবা হওয়ার জন্য বাবাকে কত ত্যাগ স্বীকার করতে হয় কত কষ্ট করতে হয় আর কত ধৈযর্শীল হতে হয়। আসলে একজন আদর্শ বাবা হওয়া বড় কঠিন!
সত্যিই বাবা হওয়া এত সহজ নি!!
বিষয়: বিবিধ
১৩৪১ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রোজ যেন একটি করে পাই
না পেলে
চোরের কথায় কান দিতে নেই
পকেট মারা চোর
ধরা খেলে পিটনি খাবে
সন্ধ্যা থেকে ভোর।
মনের সাথে মন মিশিয়ে করবো আলিঙ্গন
রোদে ভাঙ্গ মেঘ
পরের লাইন নিজে লিখে
মিলান তো
এখন আমিও বাবা হয়েছি। আনন্দের সাথে সাথে ভিষণ টেনসনে আছি।
এখন বুঝি, এটার অর্থ বুঝে আসেনি। কম বুঝিতো। তাই। অপারগতা প্রকাশ করলাম জানার জন্য। তবে লিখাটা ভাল হয়েছে। বাবাদের পক্ষ থেকে কুশপুতুলকে ধন্যবাদ।
বাবা দিবসে সপ্তম শ্রেণীতে পড়ুয়া তাসনিয়া আমাকে ফোন করেছে। ধরতেই স্ত্রী বলল, তোমার মেয়ের সাথে কথা বল। খুব লাজুকতার স্বরেই বলল, বাবা, আজকেতো বাবা দিবস....। রাতে বাসায় ফিরতে পকেটের বারোটা বাজিয়ে সবাই ভোজানন্দে মেতে উঠলাম। ভালই লাগল। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন