উড়ে বেড়ায় সেই পরীটা
লিখেছেন লিখেছেন কুশপুতুল ০৮ জুন, ২০১৪, ০৯:৫০:৩২ রাত
শহরজুড়ে উড়ছে ওই, পাখনা মেলে পরী
গায়ের জামা নকসীকাটা, লালচে হলুদ জরী
পরীর গায়ে জরীর জামা, নতুন শাড়ী জুতো
পেলো কোথায় এমন জামা, একটুও নয় সুতো
গা-ভরা তার গয়নাগাটি, কানে সোনার দুল
হাত ভরা তার আংটি-চুরি, লম্বা মাথার চুল
শহরবাসী আকুল-ব্যাকুল, ডাকছে পরী পরী
কাছে আসো একটুুখানি, একটু আদর করি
ময়লা ওড়ে শহরজুড়ে, হাওয়ায় ধুলি-মাছি
উড়ে বেড়ায় সেই পরীটা, হয়না কাছাকাছি।
বিষয়: সাহিত্য
১০৯৩ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মনে আসে যা-তা, লিখে লিখে কই রে
একটুখানি হাত বাড়িয়ে, আনুন তাকে ধরে
অনেক সুন্দর হয়েছে
উড়ে বেড়ায় সেই পরীটা, হয়না কাছাকাছি।
এখনো হয়নি ভোর
করছো তুমি ভুল
আমি তো নয় চোর
কেম্নে হবে ভোর
সূর্যের পাশে থেকে তুমি হারিয়েছ জ্ঞান
ধন্যবাদ।
মানুষ সবচেয়ে বেশি সুন্দর।
ধন্যবাদ রইলো।
যেইটা দেখিনা সেইটারে আমি ইচ্ছামতো সুন্দর-বান্দর বানামু। বুজেছেন এবার?
ধন্যবাদ নেন পিচ্ছি হুজুর।
মন্তব্য করতে লগইন করুন