বিষ খাওয়া এই মানুষ নিয়ে, ক্যামনে এগোয় দেশ?
লিখেছেন লিখেছেন কুশপুতুল ০৮ জুন, ২০১৪, ১১:৩৭:৫০ সকাল
ফরমালিনে ছেয়ে গেছে দেশটা
কেউ জানি না, কী যে হবে শেষটা
কোথাও কেউ করছে না যে চেষ্টা
বিষাক্ত যে হচ্ছে পরিবেশটা।
প্রতিদিনই নানাভাবে গিলছি মরণ বিষ
কদিন পরে নানান পীড়ায়, পাবো না কেউ দিশ
হসপিটালে ভর্তি হয়ে ঢালতে হবে টাকা
থেমে যাবে মানুষ হবার ঘূর্ণায়মান চাকা
এমনি করে, দিনে দিনে যাচ্ছি হয়ে শেষ
বিষ খাওয়া এই মানুষ নিয়ে, ক্যামনে এগোয় দেশ?
বিষয়: বিবিধ
১০০৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
পড়ার আমন্ত্রণ-
Click this link
চমৎকার।
কিন্তু এটা নিয়ে তেমন ভাবছে না তো কেহ।
কাজের ভাবনা ভাববে যারা ভাবছে তারা অন্য
কী জবাব দিবে তারা এ ভাবনার জন্য ?
পছন্দ না হলে ছেড়ে যান দেশটা।
খুবই সুন্দর হয়েছে।
ফরমালিন আছে বলে জেনে শুনে কেনে,
কিছু দিন আগে বের হয় ফরমালিন মুক্ত দোকান,
পরীখ্যা করে দেখা গেল ফরমালিন তাদের দোকান।
:( :(
আপনার তো চিন্তা নাই (গাছ ভরা মাছ পুকুর ভরা ধুরও ঠিক করতে পারুম না আপনে কইরা নিয়েন) সবি আছে।
মন্তব্য করতে লগইন করুন