অতিথি
লিখেছেন লিখেছেন কুশপুতুল ০৬ জুন, ২০১৪, ০৬:০৮:৩৬ সন্ধ্যা
প্রবাসী দুই লোক এসেছেন, সঙ্গে লয়ে গাড়ি,
বলছে ডেকে কোনটা জানি, কুশপুতুলের বাড়ি।
সামনে গিয়ে বাঁয়ে মোড়, একটা বাড়ির পরে,
ধেই ধেই ধেই দুটি লোক, উঠলো এসে ঘরে!
এই যে মেয়ে দাঁড়াও দেখি, তুমিই কুশ পুতুল?
বড়চোখে জবাব দিলাম, নেড়ে কানের দুল ।
দাওয়াত পেয়ে বিদেশ থেকে, এলাম খেতে ফল,
ঝাপটে ধরে নিলাম ঘরে, খুশির চোখে জল ।
ফলের পরে ফল দিয়েছি, ডিসের পরে ডিস,
তাজা ফলের মিষ্টি রসে, হারিয়ে ফেলে দিশ।
যাওয়ার সময় ফল-পিঠাতে, ভরে দিলাম গাড়ি,
বলছে হেসে এসব কিন্তু , বড্ড বাড়াবাড়ি!!
বিষয়: সাহিত্য
১২৯৫ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিদেশীরা এল,
কেমনকরে এত সাহস,
কোথায় তারা পেল?
কে আছ ভাই স্বদেশী মোর,
এস আমার পিছে,
বোনের বাড়ী দাওয়াত খাব,
লজ্জ্বা করা মিছে৷
আপনি একটা হিংসুক।
আগাম টিকেট কাটব কাল,
কাব্য খাওয়ায় ভরবেনা পেট
মিটবে না মোর মনের জাল।
রেগে মেগে ফায়ার হলে, ভয় পাবে যে সুখে!
ভয়ের ঠেলায় সুখপাখিটা, পালিয়ে গেলে পরে
চিমসে যাবে হাসিখানা, ঝগড়া হবে ঘরে
ঝগড়া যদি শুনি আমি, খাবেন আমার ঘুষি
বলবে সবাই তালি দিয়ে, বিচার পেয় খুশি !
ফল খাবেন ইচ্ছামতো, দাদার পুরান খাটে
পরের লাইন আপনি লিখেন..........
প্রাণের টানে ধন্য ধরা।
মনে হল ‘মা’ ডাকছে দেশে;
তুমি আজ মায়ের বেশে।
মনটা তোমার যেন সাগর;
উতলে উঠে মায়ারি দ্বার।
চোখ দু’টি করে টলমল;
পিয়াসী মনে ভাবনার দল।
মনের ভেতর ছবি এঁকে, ছন্দ-ছড়ায় কই রে
কখন আমি মা হয়ে যাই, কখন মেয়ে হই রে
কখনো হই দুষ্টু বোন, দুষ্টুমিতে রই রে
যখন আমি দাওয়াত করি, বোনের আদর দেই রে
ভাইয়ের কাছে বোনের মতো, আপন কেহ নাই রে
না হয় আমি দাওয়াত দিলাম, আদর করে কইরে
দেশের দিকে তাকিয়ে থেকে, ফলকে ডাকেন
প্রবাসিরা খেয়ে গেল নিয়েও গেল...
আমি কি আসব??
কতদিন পিঠা আর আম খাইনা......
হিংসা-বিদ্বেষ ছেড়ে একটু হাসেন না
দেশি ফলের গন্ধে আহা, মন যে কেমন করে।
না পেলে ভাই দোষ দেবনা আসলাম কেন সবার পিছু।
পায়নি ছোঁয়া ফরমালিনের, যেতে পারে গলে।
মন্তব্য করতে লগইন করুন