কিপটে
লিখেছেন লিখেছেন কুশপুতুল ০৪ জুন, ২০১৪, ১১:২৩:৩০ সকাল
কিপটে লোকের আম গাছেতে
আম পেকেছে ধুম,
দুপুর বেলা কিপটে মশাই
যেই দিয়েছে ঘুম।
নেংটি দিয়ে আম পেড়ে খায়
দুষ্টু কজন ছেলে,
কিপটে মশাই জেগে বলে
তোদের কাছে পেলে;
গলায় রশি বেধে তোদের
ঝুলিয়ে দিতাম গাছে,
জেলের ভাত খেলে খেতাম
কপালে যা আছে!!
বিষয়: সাহিত্য
১৩০৩ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হিঃ হিঃ
ধন্যবাদ।
আম পেকেছে ঐ
আয়রে সবে আম খাব আজ
করবো হইচই।
.
ছোট-বড় আম খাব সব
খাবো আমের সবখান
পাকনা আমের মিষ্টি রসে
তৃপ্ত হবে মনপ্রান।
কিপটে চাচার বিপরীতে মধু চাচার আম গাছ হলে কবিতা কেমন হতো তাই চিন্তা করছি। আপনার রম্য কবিতাটা দারুন হয়েছে।
ওহ! মনে পড়ে গেল সে আম চুরির কথা ! ধন্যবাদ ।ভাল লাগ্লো ।
প্লিজ ।
আমি তেমন বড় চোর না । তবে চুরির দোষের দ্বায়িত্ব আমাকে নিতে হত বেশী ।আর গাছের মালিকও ছিল এক্কেবারে সেরকশ । এ গাছে আম ধরছে ছেলেরা তো একটা-দুটো খাবেই।কিন্তু তিনি ঐ একটা-দুটোও ছাড়তে রাজি না।
তবে চোরগুলো ছিল খুব ভদ্র এবং সাধু! ধন্যবাদ ।
Lvf JcVc nfLssssssssss
এখনো চোর বলে যাচ্ছেন ? রাগ করবো কিন্তু ?
ক্ষেপে আছে মানে রাগ করে আছে । বুঝছেন ?
মিছা কথার আছাড়ি!
ও আল্লাহ !আমার ওপর ক্ষেপে আছে মনে হয় ? চলে যেতাম ?
সেই কিপটেরে দেকার জন্য মনটা আমার নাচে।
কুশপুতুলের সাথে নিয়ে যাব তাহার কাছে,
দেখব সে মোর ঘুষি থেকে কেমন করে বাঁচে।
হাতে ঘুষি না মেরে ভাই, ছড়ায় মারেন ঘুষি
কিপটে চাচা ছড়া পড়ে, হবেন বেজায় খুশি
খুশির চোটে চাচা যদি, আম তুলে দেয় হাতে
বলে যদি আর দুটো নেন, দুধে মাখা ভাতে
কেমন হবে ব্যাপার খানা, ভাবুন সারাদিন
বলবে সবাই শুভেচ্ছা নেন, ডক্টর সালেহ মতীন
মন্তব্য করতে লগইন করুন