দাওয়াত
লিখেছেন লিখেছেন কুশপুতুল ০৩ জুন, ২০১৪, ০২:১৪:৫৪ দুপুর
আম-কাঁঠালের দাওয়াত পেয়ে
আসছে বন্ধু-স্বজন,
ডিস ভর্তি ফলার দিলাম
করছে তারা ভোজন।
কালো গাইয়ের দুধের সাথে
আম কাঁঠালের রসে,
হাত ডুবিয়ে খেলো তারা
আরাম করে বসে।
লিচুর সাথে কালো জামের
ঝুটি বেধে দিলাম,
আনারসে বলল হেসে
আমিও কাছে ছিলাম।
দিলাম বেধে আনারস আর
আম-কাঁঠালের ঝুড়ি,
সঙ্গে দিলাম পূবের গাছের
চালতা কয়েক কুড়ি।
বিষয়: সাহিত্য
৯৬৬ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
nfvfvfk ucoc Kcjc
হোমানে দেখি মেয়ের পিছে দেৌড়াচ্ছেন।
নিজের গাছের ফল। এখানে আবার ফরমfVdbcv jKf gfnc jcbcf?
gfmvf gck
gfmvf gck ''
০ এগুলো কি ?
মন্তব্য করতে লগইন করুন