প্রবাসীর হাসি
লিখেছেন লিখেছেন কুশপুতুল ১৫ মে, ২০১৪, ০৮:৫৬:৩১ রাত
দেখেছিলাম একটি হাসি
প্রবাসীর ঐ মুখে
কয়না কথা তবু যেন
কইছে কথা চোখে
এই দেখুন না কেমন করে হাসে
ঠোঁটের কোনায় দুষ্টুমিটা ভাসে
এমন হাসি হাসতে পারে সাধ্য আছে কার
যেই হাসিটা হাসছে দেখুন প্রবাসী মজুমদার
বিষয়: বিবিধ
১৬৬৪ বার পঠিত, ৭০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Right!
চোখটা দেখে তাকিয়ে আছি সেই যে কতক্ষণ!
ভালোর মাঝে ঢুকিয়ে দিলে এত্তগুলান কালো!
তই কবিতা কিন্তু দারুন হয়ছে।
ভাই কই ভাই, দেইখা যান আমনেরে লইয়া কবিতা লেখচে।
ভাই পুরা পেইজ তা পি ডি এফ এ প্রিন্ট কইরা কাগজে প্রিন্ট কইরা বান্দাইয়া রাইখেন।
হেয় ডিয়ার কাঁদছ কেন ?
কাঁদলে তোমায় লাগছে যেন
আসত একখান ভুত
নাকি ছলনা?একটু বলনা
নয়লে কিন্তু আমিও কেঁদে
নিব প্রতিশোধ ।
অনেক কথায় মুখর তাকে দেখ
দেখ না শুধু হাসি শেষে নিরবতা
মুখে রবে হাঁসি চির আম্লান৷
নাই কোন অভিযোগ,
নাই কোন দুখ৷
দেখে তাই মনে হয়,
হাঁসিমাখা মুখ৷
valo laglo.
আপনি সেটা বের করে দিলেন।মোবারকবাদ।
প্রবাসীকে আমার খুব পছন্দ হয়। অবশ্য শুধু হাসির জন্য নয়। তার চরিত্রটাই ছবিতে দেখা হাসির মত।
অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন