বাবা আমার সোনামানিক
লিখেছেন লিখেছেন কুশপুতুল ১৫ এপ্রিল, ২০১৪, ০১:৩১:৪৮ দুপুর
বাবা আমার লক্ষ্মীসোনা
আমার বুকের ধন,
এই জগতে বাবার চেয়ে
নাইরে আপন জন।
বাবা আমার সোনামানিক
আমার প্রাণের প্রাণ,
লিখতে পারি বাবার জন্য
গল্প ছড়া গান।
বাবা আমার পথের দিশা
অন্ধকারে আলো,
সব বাবারা সবার কাছে
সবার চেয়ে ভালো।
বিষয়: Contest_father
১১৮৭ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাবা নিয়ে ছডা
পডে মন জুডায়
করলে কেন শেষ
লাগছিল বেশ
অন্ধকারে আলো,
সব বাবারা সবার কাছে
সবার চেয়ে ভালো।
চমৎকার লিখেছেন।
মন্তব্য করতে লগইন করুন