বাহারে বাহারে বাহা!!!
লিখেছেন লিখেছেন কুশপুতুল ২৪ জুন, ২০১৩, ০১:৪৯:৩৭ দুপুর
মাননীয়রা বকাবকি করে, আম জনতা শোনে
কে হয়েছেন প্রথম, দ্বিতীয়, আঙুলে কড়া গণে
বকা শুনিয়া গুণিয়া দেখি, ফেল করে নাই কেহ
বকিয়াছে সবাই রসিয়া-কষিয়া, হেলিয়া-দুলিয়া দেহ
আমরা এখন বাসাতে বসিয়া, চর্চা করি গালি
তেমন করিয়া জমিতেছে না, ওঠে না হাতে তালি
`মাননীয়রা' গালাগাল করে, সঙ্গে রাখিয়া মান
আমরা তো ভাই গালাগাল করি, হাতে লইয়া প্রাণ
বিষয়: বিবিধ
১২২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন