ইয়াজুদ্দিন কায়কোবাদ

লিখেছেন লিখেছেন কুশপুতুল ০৫ মে, ২০১৩, ০৫:২০:২৫ বিকাল

১)

কে বলে তুমি, চলে গেছ বন্ধু, কে বলে তুমি নেই

আমি তো দেখি, দাঁড়িয়ে আছ, আমাদের সামনেই

২)

যেভাবে তুমি ঝাঁপিয়ে পড়েছ, মৃত্যুকে হাতে লয়ে

পারেনি কেউ ফেরাতে তোমায়, থামোনি মৃত্যুভয়ে

৩)

মানবের তরে, যেভাবে তুমি, বিলিয়ে দিয়েছ প্রাণ

তোমার ত্যাগে, মানবতা আজ, হয়েছে মহীয়ান

৪)

এত রেষারেষি, এত দ্বেষাদ্বেষি, এত কোলাহল দেশে

এরই মাঝে তুমি, এসেছিলে বন্ধু, মহামানবের বেশে

৫)

বেঁচে গেছে যারা, তোমার ছোঁয়ায়, নিবে তারা জীবনের স্বাদ

মরণেও তুমি, বেঁচে আছো বন্ধু, ইয়াজুদ্দিন কায়কোবাদ

বিষয়: বিবিধ

১৬০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File