মাগো তোমার অপেক্ষাতে থাকি বারো মাস
লিখেছেন লিখেছেন কুশপুতুল ১৮ এপ্রিল, ২০১৩, ০১:৫৩:৩৪ দুপুর
১)
আমি নাকি দেখতে মায়ের মতো
চোখে-মুখে, স্বভাব নাকি এমন
আমার মনে প্রশ্ন হাজার খানেক
মামণিটা দেখতে ছিল কেমন
২)
মাকে নিয়ে আমার, অনেক ছিল লেখার
কিন্তু আমার ভাগ্য হয়নি দেখার
তাইতো আমি অন্য মাকে দেখে
মনে মনে ভাবি আমার একার
৩)
মাকে নিয়ে লিখি অনেক কিছু
পত্র লিখি, জবাব পাওয়ার আশায়
জবাব আমি পাই না, তবে দুঃখগুলো পাই
দুঃখগুলো কষ্ট হয়ে, কাঁদায় নানান ভাষায়
৪)
মাগো তুমি কেমন আছো, কোথায় করো বাস
তুমি ছাড়া এই দুনিয়ায়, দুঃখ করি চাষ
সুখের কথা, দুখের কথা বলি কাহার কাছে
বায়না ধরে আঁচল টেনে ঘুরব কাহার পাছে
৫)
এখন আমার মা হারালাম, হারিয়েছি সব
কোথায় জানি হারিয়ে গেছে, সকল কলরব
চারিদিকে শূণ্য আঁধার, ধু ধু মরুভূমি
হাত বাড়িয়ে খুঁজে বেড়াই, এইতো বুঝি তুমি
৬)
কোথাও খুঁজে পাইনা তোমায়, ঘুরি চারিপাশ
মাগো তোমার অপেক্ষাতে থাকি বারো মাস
বিষয়: বিবিধ
১৬৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন