জাপানী আদলে বাংলা হাইকু (৬০১-৬২০)
লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ২৩ মার্চ, ২০১৩, ০৭:১৩:৪৬ সন্ধ্যা
601. বসন্ত আসে
ডালে নতুন পত্র
পুস্পরা হাসে।
602. বরফ গলে
অংকুর মাথা তুলে
বৃক্ষের জন্ম।
603. শীতের স্মৃতি
মৃত গুল্মের চারা
বসন্তে প্রাণ।
604. দু’প্রান্তে ঘুড়ি
অচেনা ফুর্তি ঢেউ
মধ্যে দেয়াল।
605. পাহাড়ি ঢাল
রোদে চরা ছাগল
আগুনে পুড়ছে।
606. ভাংগা দালান
ঝুলন্ত ব্যাবিলন
যুদ্ধের স্মৃতি।
607. লিখছি তো লিখছি
আঠা ভরেছে নদী
প্রেতাত্মা বজরা।
608. অসাড় শুরকি
চিন্তারাশি প্রাসাদ
ভগ্ন টাইলস।
609. তাঁর বাতাস
মৃত্যুর স্মৃতি চিহ্ন
আয়নায় ভাসে।
610. ভাষার জাল
নালন্দা কারিগর
বৌদ্ধ সাধন।
611. বৃষ্টির সুধা
পাণ করে সবুজ
পর্বত জয়।
612. দালানে শ্যাওলা
কতটা পুরাতন
বুদ্ধের সিঁড়ি।
613. ভাষার আদি
চিরকাল ভাস্কর
পান্ডিত্য গুণ।
614. পাঠে নালন্দা
ধর্মপোদেশ গ্রন্থ
খাপের ছুরি।
615. বৌদ্ধ বিহার
হরপ্পার সভ্যতা
বিস্মৃত প্রত্ন।
616. মধ্য যুগের
ধর্ম মঙ্গল কাব্য
চেতন শক্তি।
617. ভাষার ব্রুনে
সহজিয়া রাগিনী
বিস্তৃত পৃত্থি।
618. পবর্ত উচ্চে
সমুদ্র তলদেশ
সমানুপাত।
619. প্রপাত জম্ফ
ললিত কন্ঠস্বর
হৃদয় দোলে।
620. ঝর্ণার সুর
সাগরে মিশে ক্ষান্ত
বন্ধু পরশ।
বিষয়: বিবিধ
১২৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন