হে স্থায়ী দাতা
লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ১৪ অক্টোবর, ২০১৫, ০৯:১৮:৫৭ রাত
তোমার জগতে তুমি কি না রেখেছো আমাদের জন্য
যেদিকে তাকাই অনুগ্রহের ভাণ্ডার তাক করে আছে
মানুষের অনন্ত কল্যাণ।
হে প্রতিপালক, আমাদের অন্তরের গোপন চোখগুলো খুলে দাও
দৃষ্টি প্রসারিত কর চারিদিক বিশাল সমুদ্র
ব্যাকুল হৃদয়ে ধারণকৃত প্রতিচ্ছবিগুলো মিলিয়ে আনুক
সেই দিন বুঝবে মহাদাতা হিসেবে করেছ কত কী?
যে সুযোগ দিয়েছিলে অসীম প্রেমের... স্থায়ী মহাদান
এর মধ্যে খুঁজলে পাবো সরল পথের যৌক্তিক সন্ধান।
বিষয়: বিবিধ
১০৭৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন