সূর্যাস্ত
লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ১০ মার্চ, ২০১৩, ০২:২১:১০ দুপুর
আহা! কত যে সুন্দর এ দৃশ্য
সোনালী থালায় যেন আলোর পরিবেশন
আঁধারের বলয় বৃত্তের মাঝে ঝলমলে স্বর্ণ
হয়তো জানাচ্ছে বিদায় রাগিনীর সুকরুন সুর
নিস্তব্ধ পৃথিবী.. পরিবেশ… বৈকালিক ঘ্রাণ
সে অবাক করা প্রভাত টুটে সে দুপুর
যৌবন ফুরিয়ে মৃত্যুর হাতছানি
পরম সুস্পর্শে জানান দেন শেষ ঘন্টার
অন্ধকার গহ্বর চুমে।
বিষয়: সাহিত্য
১১৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন