আশ্রয় প্রার্থনা করছি

লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ০৫ এপ্রিল, ২০১৫, ০২:১৮:০০ দুপুর

আমি আশ্রয় প্রার্থনা করছি বিতাড়ন শয়তানের ধোকা থেকে

হে প্রিয় যে পৃথিবীর মহা জ্ঞানের পরিপক্ক অহং প্রকাশে ব্যস্ত

নিমেষেই প্রদক্ষিণ এ প্রান্ত থেকে ও প্রান্ত

আজাজিল ফেরেস্তা হিসেবে সর্ব খ্যাতি ছিল তার

বেহেস্তের কোন স্থানটুকুই না চুমেছে...

তোমার নির্দেশ মনোনিত মাটির আদম

তার সকল কপাট খুলে দেখে ছিল বুঝে নিল

তোমাকে অমান্য করার পেলো সে দুর্বার সাহস

যার বৈপিরত্য সত্তা হিসেবে আত্মপ্রকাশ।

তুমি তাকে অভিশাপ দিলে সে মানবের শিরায় শিরায় ঢোকার পারমিশন নিয়ে নিল

নিবেদন করে নিয়েছিল তার শক্তি বা সামর্থ ও ক্ষমতা

এ নশ্বর ভূমিতে মুহুর্তের অনিষ্টকারী।

আমি আশ্রয় প্রার্থনা করছি বিতাড়ন শয়তানের ধোকা থেকে

মানুষ ও জিন রূপে হিংসাকারী... ফুতকারিনী নারী থেকে

সৃজিত যাদু ও কুফরকারীর আঁধার থেকে

এযুজ-মেযুজ হত্যা নির্যাতন গুম কুচক্রির কুমন্ত্রনা থেকে

জালিমের জুলুম দর্জাল বিচারের প্রহসন থেকে....

তুমি মহাশক্তিধর প্রতাপশালী প্রভু বাঁচাও আমাকে

ঈমানকে মজবুত কর তোমার রাজত্বে

দেখাও সঠিক পথ ... পরিচালিত কর আলোর দিকে

কখনও বিভ্রান্ত যেন না হই।

বিষয়: সাহিত্য

১০০২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313046
০৫ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৩১
গাজী সালাউদ্দিন লিখেছেন : সঠিক উপায়ে আমল করার মাধ্যমেই আপনি শয়তান থেকে পরিত্রান পেতে পারি। আমিত কবিতা লিখতে পারি না, আপনার কবিতায় প্রার্থণার অভিব্যক্তি চমৎকার ফুটে উঠেছে।
০৬ এপ্রিল ২০১৫ সকাল ১১:১৫
254231
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক সুন্দর অভিব্যক্তি প্রকাশ করে মন্তব্য করাায় ধন্যবাদ। ভাল থাকবেন এবং দোয়া করবেন। যেন ভাল কিছু লিখতে পারি।
313071
০৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:২৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমিন আমিন। ...
অনেক সুন্দর করে কবিতার মাধ্যমে মহান রবের দরবারে প্রার্থনা করেছেন ,,
০৬ এপ্রিল ২০১৫ সকাল ১১:১৬
254232
মোঃজুলফিকার আলী লিখেছেন : সুন্দর অভিব্যক্তি প্রকাশ করে যাবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
313090
০৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:১১
আবু জান্নাত লিখেছেন : আল্লাহ তায়ালা সকল মুসলিমকে আপনার দোয়ার সামিল করুক।
০৬ এপ্রিল ২০১৫ সকাল ১১:১৭
254235
মোঃজুলফিকার আলী লিখেছেন : আমীন! মহান আল্লাহ যেন সেই ব্যবস্থা করেন। ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File