তোমার এককে নিরানব্বই সফেন

লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ১০ মার্চ, ২০১৫, ০৩:৪১:৪৩ দুপুর

14. হে ক্ষমাকারী

ক্ষমার মহাত্ব গুনক ক্রমের তুমি যে মহান ক্ষমাকারী

আমি তো বেভুল ক’ফোট নিকৃষ্ট জলে জন্ম

পাপাচারে লিপ্ত অন্তরে কালিমা

তোমার উঠোনে নিজের বড়াই করি

নন্দিত কর্মের জারিজুরি বাহাদুরি

অসংখ্য হালখাতা তৈরি হয়ে আছে ডানে বামে

তার হিসেবে দাড়িপাল্লার ওজনে খুব ভারী

কত বড় হতচ্ছড়া? শূণ্য কর্মফল স্কন্ধে ঘুরি

তোমাকে অস্বীকারের মত জঘণ্য পাপকৃত আমাকে গিলেছে

তুমি যে মহান পরাক্রমশালী

যাকে ইচ্ছে ক্ষমা কর...অকৃপণ দয়াময়

আমি মহা অপরাধী....ঘৃণিত বান্দা

ক্ষমা চাওয়ার মন্ত্র তো শিখিনি কভু

তবু প্রিয় তুমি মহা ক্ষমাকারী.....

ক্ষমার প্রসন্ন শেকলে বাঁধ এই গোলামকে।

বিষয়: সাহিত্য

৮৩০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309983
২০ মার্চ ২০১৫ সকাল ০৯:০৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার লিখায় পাঠক সংখ্যা সাত!!! কিন্তু আমারতো কবিতাটি অত্যন্ত ভাল লেগেছে। লিখা যান, আমি সঙ্গেই আছি।
০৫ এপ্রিল ২০১৫ দুপুর ০২:২১
254058
মোঃজুলফিকার আলী লিখেছেন : আপনার মতো পাঠক থাকলেই আমার আর কিছুর প্রয়োজন মনে করছি না। আপনাকে আন্তরিক মোবারকবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File