শাহবাগ-2013
লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৪২:৩৪ সন্ধ্যা
আমি শাহবাগ, আমি চার রাস্তার মোহনা
দেশ বিভাগের পূর্বেই আমার একনিষ্ঠ অবস্থান
কত না শান্ত কত যে আত্মতৃপ্তির ঢেকুর তুলে
চেয়ে চেয়ে দেখতাম হাজার অশ্বগতির যান
চর্তূমুখী বয়ে চলা জনতার ঢল।
আমার বুকেই ওরা বয়ে চলে যেত অবিরাম
কখনও ক্লান্ত দেখিনি
চলেছে দিনরাত যার যার মত আবদ্ধ নিয়মের বেড়াজাল।
সেদিনগুলো সুন্দর ছিল...নন্দিত ছিল...কর্মমুখর যে ছিল
দেশের কল্যাণে নিয়োজিত ছিল জাতীয় স্বপ্রাণ।
আজ দেখে যাচ্ছি নাটকের প্রহসন
চারমুখি রাস্তায় জনতার বেসামাল ঢল।
এখন সে গতিময়তার প্রতিধ্বনি রাস্তায় বাজে না
এখন সেখানে যান চিহ্নগুলো ফুপিয়ে ওঠে না
কেবল রাতের আঁধার প্রজ্বলিত হয় হাজার হাজার স্ফুলিঙ্গ মোমবাতি
জনতার আদালতে ফাঁসির মঞ্চের দড়ি ঝুলছে
আতঙ্কে দৃশ্যত দেখে কেঁপে ওঠে হাসপাতালে রোগিরা সকল
আবার পুলকে আপ্লুত হয় নেচে গেয়ে যখন আসর মাতে।
আমি দেখেছি স্বাধীনতার চল্লিশ বছর পর যারা ইসলামের সৈনিক
সুখ্যাতি অর্জনে নামী দামী সম্মানিত হন
তাদের দুর্নাম দিতে...ইসলামকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস
শহুরে ঈশ্বর হাতে তুলে নেন জনতার কন্ঠ....
শ্রদ্ধাকে অবজ্ঞা ভরে উপস্থাপন করতে নেতৃত্ব দেন নাস্তিকবাদী
তথাকথিত নতুন প্রজন্মকে বানান হাতিয়ার।
দেখ বিশ্ববিদ্যালয়! দেখ জাতীয় যাদুঘর!
দেখ শিশু র্পাক! সরোওয়ার্দি উদ্যান
স্মৃতি চিহ্ন ইতিহাস ...দেখে যাও
শাহবাগ রাস্তা যেন আর যান চলাচলে নয়...।
যারা ক্ষমতার তক্তপোষে বসে আছে
তারা জনতাকে প্রলুব্ধ করেন...কোমলমনা শিশুদের
ছবক দেন নতুন করে পুরাণ বয়ান।
আমি শাহবাগ... আমার সমস্ত পথ অবরুদ্ধ
মহাযান চলাচল এখন যেন থমকে গেছে
যদি না এ অবরুদ্ধ পর্ব হতো এ সময়ের ধর্ষণ, গুম, হত্যা
নির্যাতন, লুটপাট, ঘুষ কেলেঙ্কারী কিংবা পদ্মা সেতুর নির্মাণ
আমি মেনে নিতাম নতুন প্রজন্মের সত্যিকারের শ্লোগান।
এখন আমাকে নিয়ে নতুন কূটনীতি চলছে
হয়তো আমার বুকেই চড়ানো হবে নতুন প্রজন্ম মূর্তি
জনতারা পদবেদী তলে ফুল দিবে... জ্বালাবে মোমবাতি
তৈরী হবে পুত্তলিকতার আরেক আখ্যান।
হে প্রভূ তুমি আমার দেশকে রক্ষা কর
ইসলামের তাওহীদ সুপ্রতিষ্ঠিত কর
হিংসা বিদ্বেষ ভুলিয়ে ভ্রাতৃ বন্ধনে আবদ্ধ কর
যার তার সম্মান যাচিয়ে চলার পথ দেখাও
এই প্রজন্মের হাতে তুলে দাও যোক্তিক আলোক ইসলামের সওগাত।
বিষয়: বিবিধ
১১৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন