জাপানী আদলে বাংলা হাইকু (৭০১-৭২০)

লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ১৯ মার্চ, ২০১৪, ০৮:০২:৪৫ রাত

বিশ্বাস

701. ভালবাসার

প্রাণ শক্তি কেবল

প্রতি বিশ্বাস।

702. বস্তুর প্রাপ্তি

বিশ্বাসে মেলে

তর্কের বহুদূর।

703. নিজের প্রতি

আর প্রভূ বিশ্বাস

উচ্চ পাথেয়।

704. বিশ্বাস নেই...

তার সম্মান নেই

মৃত সমান।

705. পাখিরা উড়ে

তীক্ষ্ণ সুদৃষ্টি

বিশ্বাস তার ডানা।

706. বিশ্বাস যেমন

ভঙ্গ করা তেমনি

তরল পানি।

707. শুভ বিশ্বাস

কখন সুন্দরম

বকুল মাল্য।

708. অবিশ্বাসের

হৃদ্যতা গড়া ভিত

মজবুজ নয়।

709. ধ্বংসের মধ্যে

মহতী বিশ্বাসের

বীজ নিহীত।

710. বিশ্বাস যেথা

সেখা কৌশল করা

উচিত নয়।

711. সহজসরল

বিশ্বাসের মধ্যে কোন

কৌশল নেই।

712. সে তো বিশ্বাস..

কোথা গচ্ছিত রাখা

ঠিক হবে না।

713. বিশ্বাস চূর্ণে

যার প্রধান অংশ

একমাত্র ধৈর্য।

714. শক্তির বড়ি

জীবনের বিশ্বাসে

কম ফলন।

715. কী ক্ষুদ্রতম!

কী ভঙ্গুর বিশ্বাস

আত্ম বলয়।

716. প্রভূ বিশ্বাস

এমন একটি আলো

আঁধারে দেখা।

717. শত্রু বিশ্বাসে

ডুবে যাওয়ার পথ

অংকন করা।

718. বিশ্বাস নষ্ট

করে না যারা অন্য

বিশ্বাসে প্রাণ।

719. গতিময়তায়

দৃঢ় বিশ্বাস ব্যতিত

বিপন্ন প্রাণ।

720. জনগণের

বিশ্বাসই রাজনীতি

দলের ভিত্তি।

বিষয়: সাহিত্য

১৩৮৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

194899
১৯ মার্চ ২০১৪ রাত ০৮:৩২
শিশির ভেজা ভোর লিখেছেন : হাইকু মানে কি ভাই?
২০ মার্চ ২০১৪ সকাল ১১:০৩
145502
মোঃজুলফিকার আলী লিখেছেন : ধন্যবাদ শিশির ভেজা ভোর। অনলাইনে হাইকু সম্পর্কিত অনেক লেখা আছে। একটু খুঁজলে অনেক তথ্য পাবেন। পড়লেই বুঝতে পারবেন। ভাল থাকুন।
194904
১৯ মার্চ ২০১৪ রাত ০৮:৩৭
বিন হারুন লিখেছেন : ৭২১ কোথায়?
২০ মার্চ ২০১৪ সকাল ১১:০৪
145503
মোঃজুলফিকার আলী লিখেছেন : হ্যা বিন হারুন ভাই। ৭২০টা পর্যন্ত যখন লিখেছি তখন ৭২১ তো অবশ্যই পাবেন। একটু অপেক্ষা করুন। ধন্যবাদ।
195362
২০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ Rose Rose Rose
২২ মার্চ ২০১৪ সকাল ১১:১৯
146195
মোঃজুলফিকার আলী লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ। Good Luck Good Luck Good Luck
195595
২১ মার্চ ২০১৪ রাত ০৩:০৭
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
২২ মার্চ ২০১৪ সকাল ১১:১৯
146196
মোঃজুলফিকার আলী লিখেছেন : সুন্দর অনুভূতি প্রকাশ করে যাবার জন্য অসংখ্য ধন্যবাদ।
195701
২১ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৩
প্রবাসী মজুমদার লিখেছেন : জ্ঞানীদের কথা নিয়ে লিখা হাইকুবাদীকে ধন্যবাদ। ভাল লাগল।
২২ মার্চ ২০১৪ সকাল ১১:২০
146199
মোঃজুলফিকার আলী লিখেছেন : যথার্থ জ্ঞানমূলক তাত্ত্বিক মন্তব্য করায় প্রবাসী মজুমদার ভাইকে আন্তরিক মোবারকবাদ। ভাল থাকুন।
195927
২২ মার্চ ২০১৪ রাত ১২:১১
আব্দুল গাফফার লিখেছেন : আপনার এই দুই লাইনের হাইকু মাঝে মধ্য আমাকে এত প্রভাবিত করে , এত শক্তি এই দুই লাইনে ! দোয়া করি আপনার ইলম আ্লাহ আরো বাড়িয়েদিন । Good Luck Rose Rose
২২ মার্চ ২০১৪ সকাল ১১:২২
146200
মোঃজুলফিকার আলী লিখেছেন : আব্দুল গাফ্ফার ভাইকে আন্তরিক ধন্যবাদ। আসলে ভাই সময় করে উঠতে পারি না। তবু একটু প্রচেষ্টা মাত্র। ভাল থাকুন।
196145
২২ মার্চ ২০১৪ দুপুর ০৩:১১
egypt12 লিখেছেন : আমার প্রিয় হাইকু কবিকে ধন্যবাদ Happy
২২ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫২
146277
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক ধন্যবাদ জনাব। শুভ কামনা রইল।
248983
২৮ জুলাই ২০১৪ সকাল ০৮:০০
গাজী লিখেছেন : আপনার পরবর্তী হাইকুর অপেক্ষায় থাকলাম।ধন্যবাদ Rose
০১ আগস্ট ২০১৪ রাত ০৮:২৮
194274
মোঃজুলফিকার আলী লিখেছেন : ধন্যবাদ গাজী ভাই। সুন্দর অনুভূতি প্রকাশ করে যাবার জন্য ধন্যবাদ। তবে একটু ব্যস্ত থাকায় ইদানিং লিখতে পারছি না। কেন যেন দূরে সরে যাচ্ছি। দোয়া করবেন যেন আবার সরব হই। ভাল থাকুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File