জাপানী আদলে বাংলা হাইকু (৭০১-৭২০)
লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ১৯ মার্চ, ২০১৪, ০৮:০২:৪৫ রাত
বিশ্বাস
701. ভালবাসার
প্রাণ শক্তি কেবল
প্রতি বিশ্বাস।
702. বস্তুর প্রাপ্তি
বিশ্বাসে মেলে
তর্কের বহুদূর।
703. নিজের প্রতি
আর প্রভূ বিশ্বাস
উচ্চ পাথেয়।
704. বিশ্বাস নেই...
তার সম্মান নেই
মৃত সমান।
705. পাখিরা উড়ে
তীক্ষ্ণ সুদৃষ্টি
বিশ্বাস তার ডানা।
706. বিশ্বাস যেমন
ভঙ্গ করা তেমনি
তরল পানি।
707. শুভ বিশ্বাস
কখন সুন্দরম
বকুল মাল্য।
708. অবিশ্বাসের
হৃদ্যতা গড়া ভিত
মজবুজ নয়।
709. ধ্বংসের মধ্যে
মহতী বিশ্বাসের
বীজ নিহীত।
710. বিশ্বাস যেথা
সেখা কৌশল করা
উচিত নয়।
711. সহজসরল
বিশ্বাসের মধ্যে কোন
কৌশল নেই।
712. সে তো বিশ্বাস..
কোথা গচ্ছিত রাখা
ঠিক হবে না।
713. বিশ্বাস চূর্ণে
যার প্রধান অংশ
একমাত্র ধৈর্য।
714. শক্তির বড়ি
জীবনের বিশ্বাসে
কম ফলন।
715. কী ক্ষুদ্রতম!
কী ভঙ্গুর বিশ্বাস
আত্ম বলয়।
716. প্রভূ বিশ্বাস
এমন একটি আলো
আঁধারে দেখা।
717. শত্রু বিশ্বাসে
ডুবে যাওয়ার পথ
অংকন করা।
718. বিশ্বাস নষ্ট
করে না যারা অন্য
বিশ্বাসে প্রাণ।
719. গতিময়তায়
দৃঢ় বিশ্বাস ব্যতিত
বিপন্ন প্রাণ।
720. জনগণের
বিশ্বাসই রাজনীতি
দলের ভিত্তি।
বিষয়: সাহিত্য
১৩৮৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন