তোমার দরজা খুলে রেখ
লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৫৬:২৬ রাত
জীবনের চাওয়া যেটুকু ছিল তুমি বঞ্চিত করনি
প্রতি পদক্ষেপে সাথে ছিল পূণর্তার ছোঁয়া
অতি উচ্চস্তরে আসন দিয়েছ
না চাইতে দিয়েছ পৃথিবীর আলো দেহ প্রাণ
তোমার মহাদানের অকৃপণ ঋণী....
এবার যা কিছু নিতে চাও নিয়ে নেও প্রিয়
আমার যা কিছু অর্জন সবই তোমার সম্পদ
আমার যা কিছু পাওয়া সবই তোমার
এতদিন অলীক প্রণয় জোঁক ছিলেম সমুদ্রে
কখন তোমার পথকে কন্টকাকীর্ণ করেছি
ভুলের পাথরে পা রেখেছি... নতজানু হইনি
তুমি আমার আরশিনগরে বন্দি
এ তো আমার পরম পাওয়া মহা সঞ্চিত সাধন
নীল-কান্ত-মণি দয়ার প্রপাত.....
আজ শুণ্য করে দাও গো আমায়
যতটুকু তুমি পছন্দ কর প্রিয় নিয়ে নাও
শুধু তোমার দরজা খুলে রেখ
দানের করুণা ভিক্ষা যেন পাই।
বিষয়: সাহিত্য
৯৪২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতায় আর কি বলবো বলেন।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন