জাপানী আদলে বাংলা হাইকু (৬৬১-৬৮০)
লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ১২ জানুয়ারি, ২০১৪, ১২:১৬:১৬ দুপুর
জানুয়ারী
661. রসের স্বাদ
হাঁড়ি খেঁজুর গাছে
দেশে বিষাদ।
662. কনকনে ঠাণ্ডা
সারা দেশে আগুন
শীত ছাড়েনি।
663. প্রথম মাস
অভর্থনা জানাই
নব্য দিনের।
664. নতুন দিন
প্রহেলা হৃদ টান
কাঁপন ঘন্টা।
665. নতন বর্ষে
বিগত স্মৃতি চিহ্ন
পথের দিশা।
666. ফুলে শিশির
নয়নে অগ্নি জ্বলে
সূয ঝিকমিক।
667. কান্ডের ফুর্তি
পাতা ঝরে ঝরুক
অঙ্কুর আশে।
668. ঝরা পাতার
মর্মর ধ্বনি বাজে
রঙ্গিন হাওয়ায়।
669. পাতারা ঝরে
নতুন অগ্নি ত্যাজে
দেশ বরণ।
670. ঝরুক পাতা
শিশির গ্রাসে নিক
বৃক্ষ বাচুক।
671. রক্ত বারুদ
রক্তে বহুক নদী
তবু ক্ষমতা।
672. চিরন্তনের
জানুয়ারী আসুক
শান্তির পুষ্পে।
673. ঝরা বকুল
প্রিয়ার কন্ঠে মাল্য
দরিদ্রে অন্ন।
674. চারদিক অগ্নি
প্রান্তরের ঘাসগুল্ম
দু’ফোটা অশ্রু।
675. কলার মোচা
দেহে পেচানো জাল
দূর্ভিক্ষ চিত্র।
676. শকুন চক্ষু
দেহে কাষ্ঠ ছোবল
দখলবাজদের।
677. ক্ষমতা তত্ব
গণতন্ত্রকে হত্যা
জনতাবদ্ধ।
678. রক্ত ঝরুক
মুখ বন্ধ জনতা
গদি টিকুক।
679. নিস্তেজ সূর্য
পাতারা ঝরে পড়ে
প্রান্তর মাঠে।
680. বৈকাল সূর্য
ছায়ারা হেলে পড়ে
রাত্রির গ্রাসে।
বিষয়: বিবিধ
৯৮৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব সুন্দর...
মন্তব্য করতে লগইন করুন